Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় গোরস্থানে গুলি, আহত ৪

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডার আলবার্তা প্রদেশের একটি মুসলিম গোরস্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় চার ব্যক্তি আহত হয়েছেন। এক ব্যক্তির মরদেহ দাফন শেষ হওয়ার পরপরই এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা আশংকামুক্ত বলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একজন নারী মুখপাত্র জানিয়েছেন। পুলিশ জানায়, গোরস্থানটিতে ২১ বছর বয়সী এক ব্যক্তির দাফনকাজ চলছিল। এ কাজ শেষ হওয়ার পরও একদল সেখানে অবস্থান চলছিল। তখনই এ গোলাগুলির ঘটনা ঘটে। দলটির মধ্যকার কেউ একজন এ গুলি চালায় বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনাকে মুসলিমবিরোধী কর্মকা- বলে নারাজ সংশ্লিষ্টরা। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডায় গোরস্থানে গুলি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ