Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন-পাকিস্তানের যৌথ হামলামোকাবিলা অসম্ভব : আইএএফ

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন-পাকিস্তান একযোগে হামলা করলে তা মোকাবিলা করতে পারবে না বলে অকপটে স্বীকার করেছে ভারতীয় বিমানবাহিনী বা আইএএফ। ভারতীয় টেলিভিশন জিনিউজ জানায়, পর্যাপ্ত সংখ্যক বিমানের অভাবে দুই দেশকে মোকাবিলা করা সম্ভব হবে না বলে জানায় আইএএফ। প্রতিবেশী পাকিস্তান ও চীনের সাথে ভারতের বৈরিতা বহুদিনের। সামরিক শক্তিতে বলীয়ান এই দুটো দেশের সাথেই যুদ্ধ জড়িয়েছে ভারত। জিনিউজ আরো জানায়, আইএএফ’র জন্য ৪২টি স্কোয়াড্রন বরাদ্দ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৩৩টি স্কোয়াড্রন। বিরাজমান ৩৩ স্কোয়াড্রনে বহু সংখ্যক রাশিয়ার তৈরি এসইউ-৩০ বিমান রয়েছে। এসব পুরনো বিমানই এখন ভারতের প্রধান যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানসহ সব বিমানেরই অধিকমাত্রায় মেরামতের প্রয়োজন হয়। ভারতীয় বিমানবাহিনীতে ১০০টি বিমান থাকলে তার মধ্যে কেবল মাত্র ৫৫টিকে যেকোনো সময় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে। বহরের বাকি বিমানে মেরামতসহ নানা সার্ভিস সব সময়ই চলছে। এ পরিস্থিতিতে একযোগে দুই ফ্রন্ট মোকাবিলার ক্ষমতা ভারতীয় বিমানবাহিনীর নেই বলে খবরে বলা হয়েছে। অবশ্য, আইএএফ সূত্র থেকে বলা হয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে একযোগে দুই ফ্রন্ট থেকে ভারতের বিরুদ্ধে হামলার কোনো আশংকা নেই। তাই এ দুর্বলতা কাটিয়ে উঠতে পর্যাপ্ত সময় পাবে আইএএফ। জিনিউজ।



 

Show all comments
  • Nurul Islam ১৩ মে, ২০১৯, ৯:২৮ এএম says : 0
    ভারত সময় না পাক, এটাই আমার প্রার্থনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-পাকিস্তানের যৌথ হামলামোকাবিলা অসম্ভব : আইএএফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ