মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্শাল আইল্যান্ডের নিচু এলাকার বাসিন্দারা গত শুক্রবার চলমান বন্যা পরবর্তি প্রস্তুতি গ্রহণ করছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। দেশটিতে ধারাবাহিকভাবে বন্যা দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। চলতি সপ্তাহে মার্শালের বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা বিরাট ঢেউ ও ঝড়ের কবলে পড়ে প্লাবিত হয়েছে। প্রকৃতি এলাকাগুলোর ওপর তা-ব চালিয়ে তার ধ্বংসলীলার চিহ্ন রেখে গেছে। রাস্তাঘাট, উঠান ও বাড়িঘরে ইটপাটকেল ও ধ্বংসস্তূপ পড়ে আছে। প্রচ- শক্তিশালী বাতাসে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিগত দুই বছরের তুলনায় এবার ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এতে কেউ আহত হয়নি। শুক্রবারের মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে। সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ায় পরবর্তিতে বন্যার সময় পানি আরো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।