Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিক যোগাযোগ বাড়ানোর চুক্তি চীন-যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক যোগাযোগ বাড়ানো সংক্রান্ত একটি চুক্তি সই করেছে। হিসাবের ভুলে বা ঘটনাক্রমে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা এড়ানোর জন্যই দেশ দুটি এ চুক্তি করেছে বলে খবরে বলা হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে এ যৌথ কৌশলগত সংলাপ প্রক্রিয়া চুক্তি বা জেএসডিএমএ সই করা হয়। আয়োজিত এক অনুষ্ঠানে গত মঙ্গলবার এ চুক্তিতে সই করেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন কোরের জেনারেল জোসেফ ডানফোর্ড এবং চীনা গণমুক্তি ফৌজের জেনারেল ফ্যাং ফেনঘুরি। এ চুক্তির আওতায় দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে। সংকট কমিয়ে আনার উদ্দেশ্যে প্রয়োজনে এ যোগাযোগ করা হবে। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে এভাবে সরাসরি যোগাযোগের মাধ্যমে হিসাবের ভুল হওয়ার ঘটনা কমবে বলে উল্লেখ করা হয়। ভিওএ, সিনহুয়া,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন-যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ