Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিমকোর্টের রায় জনগণ মানতে পারেনি : নওয়াজ

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে পরিবর্তন ও বিপ্লব-এর ডাক দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ইসলামাবাদ থেকে চারদিনের বাড়ি ফেরা শোভাযাত্রা শেষে গত শনিবার লাহোর পৌঁছানোর পর এ আহŸান জানান তিনি। ইসলামাবাদ থেকে গত বুধবার শুরু হয় নওয়াজ শরিফের বাড়িফেরা শোভাযাত্রা। চারদিন ধরে ৩৭০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর শনিবার লাহোর পৌঁছান তারা। যাত্রাপথে বেশ কয়েকটি সমাবেশ করেছেন সাবেক এ প্রধানমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শনিবার গ্র্যান্ড ট্রাংক রোডে পৌঁছালে নওয়াজকে এক নজর দেখতে জড়ো হন কয়েক হাজার মানুষ। পরে লাহোরে দাতা দরবারে সমাবেশ করেন নওয়াজ। সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নওয়াজ দাবি করেন, সুপ্রিমকোর্টে তাকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণার রায়টি যে জনগণ মেনে নিতে পারেনি তা তিনি যাত্রাপথে সমাবেশ করার সময় বুঝতে পেরেছেন। তার পরবর্তী পদক্ষেপ নেওয়া পর্যন্ত সমর্থকদের অপেক্ষা করতে বলেন নওয়াজ্ তবে তিনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন তা ব্যাখ্যা করেননি। তার শাসনে দেশের অগ্রগতি হচ্ছিল দাবি করে ওই অবস্থায় অযোগ্য ঘোষণা করা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এ প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনাদের ভোটের প্রতি অসম্মান দেখিয়ে যারা আমাকে ক্ষমতাচ্যুত করেছে এ দেশ কেবল তাদের মতো গুটিকয়েক মানুষের নয়, এ দেশ ২০ কোটি জনগণের। যারা আমাকে অযোগ্য ঘোষণা করেছে তারা কারা? তারা নিজেরা কি যোগ্য? এর আগে পাঞ্জাবের গুজরানওয়ালা থেকে মুরিদকে শহরে পৌঁছানোর পর এক জনসভায় দেওয়া ভাষণে নওয়াজ শুরুতেই সমর্থকদের বলেন, হতাশ হবেন না। ভয় পাওয়ার কিছু নেই। এই পরাজয় তাদের, যারা ৭০ বছর ধরে জাতিকে জিম্মি করে রেখেছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, নওয়াজ শরিফ আপনাদের কাছে এসেছে। আপনারা কি তাকে প্রধানমন্ত্রী করে ইসলামাবাদে পাঠাননি? কিন্তু তাকে অন্য কেউ উৎখাত করেছে। এই সিদ্ধান্ত কি আপনাদের কাছে গ্রহণযোগ্য? নওয়াজ সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, বিপ্লব হওয়া কি উচিত নয়? আপনারা কি বিপ্লবের জন্য প্রস্তুত? অপর এক খবরে বলা হয়, পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য তার স্ত্রী কুলসুম নওয়াজ শরীফ যে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশন বা ইসিতে তা চ্যালেঞ্জ করা হয়েছে। এডভোকেট সরফরাজ নামে এক আইনজীবী কুলসুমের মনোনয়নের বিরুদ্ধে ইসিতে এ পিটিশন দায়ের করেন। কুলসুম নওয়াজ লাহোর-১২০ আসন থেকে উপ-নির্বাচনে অংশ নেয়ার জন্য এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বিরুদ্ধে পিটিশনে এডভোকেট সরফরাজ বলেছেন, পাকিস্তানের সুপ্রিমকোর্ট নওয়াজ শরীফকে অসততার জন্য প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে। সেই ব্যক্তির নামে নির্বাচন কমিশনে মুসলিম লীগ (নওয়াজ) দলের রেজিস্ট্রেশন করা রয়েছে। কিন্তু আদালত তাকে অযোগ্য ঘোষণা করায় তার নামে রেজিস্ট্রেশন করা কোনো দল নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারে না। এ প্রেক্ষাপটে কুলসুম নওয়াজের মনোনয়ন বাতিল করতে হবে। এডভোকেট সরফরাজের দাবি- সুপ্রিম কোর্টের রায় অনুসারে নির্বাচনে নওয়াজ শরীফ নামটি ব্যবহার করা যাবে না। গত নির্বাচনের সময় মনোনয়নপত্রে নওয়াজ শরীফ তার সম্পদের পূর্ণ তথ্য দেননি -এমন অভিযোগে কথিত পানামা পেপার্স মামলায় দেশটির সুপ্রিম কোর্ট স¤প্রতি নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে। তবে নওয়াজ শরীফ বলছেন, সম্পদের জন্য নয়, বরং অন্য কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনই তিনি তা ফাঁস করতে চান না। এক্সপ্রেস ট্রিবিউন, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ