Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের অর্থনীতির স¤প্রসারণ দু’বছর স্থায়ী হতে পারে : জরিপ

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন সংখ্যা অপ্রত্যাশিতভাবে বেড়েছে

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স¤প্রসারণ অন্তত দুই বছর স্থায়ী হবে- এমন মত দিয়েছেন এক মতামত জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ অর্থনীতিবিদ। তবে প্রবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের ধারণা অনুযায়ী গতিশীল হবে না বলে পূর্বাভাসও দিয়েছেন তারা। স¤প্রতি বার্ত সংস্থা রয়টার্স পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসছে। প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রের অর্থনীতির স¤প্রসারণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়। নির্বাচনের পর থেকে মার্কিন অর্থনীতি অনেকটাই গতি লাভ করে। এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বেকার ভাতার আবেদন সংখ্যা অপ্রত্যাশিতভাবে বেড়েছে। ২০০৭-০৯ সালের ভয়াবহ আর্থিক বিপর্যয় থেকে মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়াতে লক্ষণীয় রকম সময় লেগেছে। তবে সর্বশেষ প্রবৃদ্ধি স¤প্রসারণ এরই মধ্যে ৯৬ মাস ধরে স্থায়ী রয়েছে। মতামত জরিপের পূর্বাভাস যদি সত্য হয়, তবে তা যুক্তরাষ্ট্রের ১৫০ বছরের বেশি সময়ের ইতিহাসে দীর্ঘতম অর্থনৈতিক স¤প্রসারণ হবে। দীর্ঘস্থায়ী স¤প্রসারণ দেখা গেলেও স¤প্রতি প্রবৃদ্ধি যতটা দ্রুত বাড়ার আশা করা হয়েছিল, ততটা দ্রুত বাড়ছে না। ফলে প্রবৃদ্ধি নিয়ে প্রত্যাশা নামিয়ে এনেছেন অর্থনীতিবিদরা। চলতি মাসের ৭ থেকে ১০ আগস্ট শতাধিক অর্থনীতিবিদকে নিয়ে মতামত জরিপ পরিচালনা করেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স¤প্রসারণ এখনো আরো দুই বছর চলবে বলে জরিপে অংশগ্রহণকারী ৫৭ অর্থনীতিবিদের মধ্যে ৩৪ জন জানিয়েছেন। ২১ অর্থনীতিবিদের মতে, স¤প্রসারণ দুই থেকে তিন বছর স্থায়ী হবে এবং ১৩ অর্থনীতিবিদের মতে, স¤প্রসারণের স্থায়িত্ব তিন বছরের বেশি হবে। এদিকে ওয়েলস ফার্গোর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ স্যাম বুলার্ড জানান, স¤প্রসারণ চিরস্থায়ী হবে না। স্থিতিশীল ও মাঝারি প্রবৃদ্ধি থেকে ধারণা করা যায় অর্থনৈতিক স¤প্রসারণ আরো দুই-তিন বছর স্থায়ী হবে বলে মত দিয়েছেন তিনি। মতামত জরিপে অংশগ্রহণকারী বাকি ২৩ অর্থনীতিবিদের মতে, বিশ্বের শীর্ষ অর্থনীতিটির স¤প্রসারণ আর মাত্র এক কি দুই বছর স্থায়ী হবে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ থেকে মতামত জরিপে অংশগ্রহণকারী কোনো অর্থনীতিবিদই এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স¤প্রসারণ শেষ হয়ে যাওয়ার আশা করছেন না। ট্রাম্প প্রশাসন মূলত কর সংস্কারের মাধ্যমে বার্ষিক প্রবৃদ্ধি জোরদার করে ৩ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বাতিল ও প্রতিস্থাপনে ব্যর্থ হওয়ায় উল্লেখযোগ্য আর্থিক উদ্দীপনা অকার্যকর মনে হচ্ছে এবং লক্ষপূরণে অর্থনীতিতে ত্বরিতগতির কোনো আভাস দেখা যাচ্ছে না। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বার্ষিক ২ দশমিক ৬ শতাংশ গতিতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যা জুলাইয়ে মতামত জরিপের পূর্বাভাসকৃত ২ দশমিক ৭ শতাংশের নিচে রয়েছে। এদিকে গত সপ্তাহে মার্কিনিদের মধ্যে বেকার ভাতার জন্য আবেদন সংখ্যা অপ্রত্যাশিতভাবে বেড়েছে। ৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রাষ্ট্রীয় বেকার ভাতার জন্য প্রাথমিক আবেদন সংখ্যা ৩ হাজার বেড়ে মৌসুমভিত্তিক সমন্বিত হিসেবে ২ লাখ ৪৪ হাজারে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয় জানিয়েছে। পূর্ববর্তী সপ্তাহের সংশোধিত উপাত্তে আবেদন সংখ্যা ১ হাজার বৃদ্ধি পেতে দেখা গেছে। চলতি সপ্তাহে বেকার ভাতার আবেদন সংখ্যা ২ লাখ ৪০ হাজারে অপরিবর্তিত থাকবে বলে মতামত জরিপে পূর্বাভাস করা হয়েছিল। শক্তিশালী শ্রমবাজারের সুবাদে ১২৭ সপ্তাহ ধরে আবেদন সংখ্যা তিন লাখের নিচে রয়েছে, যা ১৯৭০ সালের পর দীর্ঘতম। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশ। শক্তিশালী শ্রমবাজারের সুবাদে আগামী মাসের বৈঠকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের সরকারি বন্ডের ও বন্ধকি সিকিউরিটিজ ছেড়ে দেয়ার কথা ঘোষণা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ