Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিন-সানির জন্য তেতে উঠেছে বাংলাদেশ ওমানকে একটা বার্তা দিতে পেরেছে তামীম

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ধর্মশালা থেকে : গতকাল ২টি ম্যাচের ২টি পরিত্যক্ত হওয়ায় ওমানের সঙ্গে পয়েন্ট তালিকায় বাংলাদেশ সমান সমান (৩ পয়েন্ট)। আগামিকাল বাংলাদেশ-ওমানের ম্যাচটি তাই রুপ পাচ্ছে দু’দলের জন্য ডু অর ডাই ম্যাচে। নেট রান রেটে অবশ্য বাংলাদেশ এগিয়ে। বাংলাদেশের +০.৪০০’র বিপরীতে ওমানের +০.২৮৩। ধর্মশালার আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামিকালও বৃষ্টি দিবে হানা। তবে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ ওভারের ঝড়ো ব্যাটিং থেকে আত্মবিশ্বাসের পারদ নিয়ে ওমানের বিপক্ষে অবতীর্ন হতে পারবে বাংলাদেশ দল, তা মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফিÑ‘ দুই দলের জন্যে চাপ তৈরী হয়ে গেছে। দুই দলেরই তিন পয়েন্ট। তবে রান রেটে আমরা এগিয়ে আছি। কিন্তু আমরা যেভাবে খেলে আসছি সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব। আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব।এই ম্যাচে আমরা জিতলেও সামনের ম্যাচে জিততে হত। যেটা ভালো হয়েছে, একটু খেলা হয়েছে ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পেয়েছে। একেবারে না খেলার থেকে একটু খেলা আমাদের জন্যে ভালো হয়েছে। ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছে। এটা সামনের ম্যাচে কাজে লাগবে।’
২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে তামীমের ব্যাটিংকে বাহাবা দিয়েছেন মাশরাফিÑ ‘গত চার-পাঁচ মাস ধরে তামীম ওটি-টোয়েন্টিতে ফর্মে ছিল। আজ (গতকাল) ও চাপ নিয়ে যেভাবে ভয়ডরহীন ব্যাটিং করেছে,তা দেখে মনে হয়েছে যে কোনো পজিশনে, যেকোনো পরিস্থিতিতে ও ব্যাটিং করতে পারবে। এরকম ব্যাটিং অন্যদেরও উদ্বুদ্ধ করে।’
এমন আবহাওয়ায় টস হেরে ব্যাটিংটা এশিয়া কাপের ফাইনালেও করতে হয়েছে বাংলাদেশ দলকে। সেই ম্যাচে প্রত্যাশিত স্কোর পায়নি বাংলাদেশ, তা মাথায় রেখেই গতকাল চাবুক চালিয়েছে বাংলাদেশ টপ অর্ডাররা, এমনটাই জানিয়েছেন মাশরাফিÑ‘
আজকের ম্যাচে একটু উদ্বিগ্নই ছিলাম। এসব ম্যাচে ফিল্ডিং করলে একটু সুবিধা পাওয়া যায়। তবে ছেলেরা প্রমাণ করেছে যে ওরা পারে। হয়তোবা এশিয়া কাপেও এরকম কিছু হলে হয়তোবা ভিন্ন কিছু হত। আমি মনে করি এ প্র্যাকটিসটা থাকা গুরুত্বপূর্ণ।এশিয়া কাপে আমাদের কাছে আরও ২টি ওভার বেশি ছিল। আমাদের স্কোর আরেকটু ভালো হলে ভালো হত। আগের দিন যেটা ছিল যে ফেয়ারলেস ক্রিকেট খেলা, আজকেও সেটা খেলার পরিকল্পনা ছিল। ওই ম্যাচে পারিনি, আজ পেরেছি।’
তাসকিন,আরাফাত সানির বোলিং অ্যাকশনকে দুই আম্পায়ার প্রশ্নবিদ্ধ করায় তেতে উঠেছে বাংলাদেশ দল। এই ম্যাচে নাকি সেই বার্তাই দিতে চেয়েছে বাংলাদেশ দল। মাশরাফি সে কথাই বলেছেনÑ ‘আমরা এ ম্যাচটি খেলতে নেমেছিলাম তাদের দুজনের জন্যে। আমরা আমাদের থেকে যেটা করতে পারি তাদেরকে ফুল ব্যাকআপ করছি। । আমরা আগেও বলেছি আমরা দুজনের জন্যে ম্যাচ খেলতে নামছি। পুরোপুরি সাপোর্ট তাদের সঙ্গে আছে। আমার আত্মবিশ্বাস আছে তাদের প্রতি। ইনশাআল্লাহ ওরা ফিরে এসে যে সার্ভিস দিয়েছিল সে সার্ভিস সেভাবেই দিবে। আজকে সানী হয়তোবা স্কোয়াডে ছিল না। এটা এমন না যে ওকে বাইরে রাখা হয়েছে। ওকে কম্বিনেশনের জন্যে বাইরে রাখা হয়েছে। তাসকিন আরও ভাল খেলার জন্য প্রস্তুত ছিল।’
ওমানের বিপক্ষে ২০ ওভারের ম্যাচটাই কামনা মাশরাফিরÑ ‘আমরা বৃষ্টি আসলে চাইনি। বৃষ্টিএশিয়া কাপের ফাইনালে আমাদের বিরক্ত করেছে। এই ধরনের ম্যাচে বৃষ্টি হলে সব সময় কঠিন হয়ে যায় মাইন্ড সেটা আপ করা। আমরা সব সময় চাই ২০ ওভারের ম্যাচটি খেলতে এসেছি, ওটাই যেন খেলতে পারি। আমি এই মূহুর্তে আশা করছি পরবর্তী ম্যাচটি যেন ২০ ওভারে হয়। আমরা যেন ভালো একটি ম্যাচ খেলতে পারি।
এই ম্যাচে ওমানকে একটা বার্তা দিতে পেরেছে বাংলাদেশ দল, তা মনে করছেন মাশরাফিÑ ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি। অবশ্য কিছুটা দুচিন্তায় ছিলাম। প্রথম ম্যাচ, নতুন জায়গা। আমরা একেবারে সেরাটা খেলতে পারিনি। আজকে যতটুকু খেলা হয়েছে সেটা ভালো হয়েছে। পুরোটা খেলতে পারলে জানি না কি হতো। আমারা আসলে যেভাবে খেলতে চাই, আজকে সেভাবেই খেলতে পেরেছি। নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছি। কিন্তু ওমানের সঙ্গে কোন খেলা হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে পুরো ম্যাচটাই আমার দেখেছি। ওরা দল হিসেবে অনেক ভালো। আমরা যদি পেশাদার হয়ে খেলতে পারি , সমস্যা হবে না তাহলে। অন্য সব বড় দলগুলোর সঙ্গে আমরা যেভাবে খেলি সেভাবেই ওদের বিপক্ষে পরিকল্পনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাসকিন-সানির জন্য তেতে উঠেছে বাংলাদেশ ওমানকে একটা বার্তা দিতে পেরেছে তামীম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ