Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈদের নাটকে অভিনয় করলেন ওমর সানি ও মৌসুমী দম্পতি

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন রিপোর্ট: আবারও নাটকে জুটি হয়ে অভিনয় করলেন তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। ঈদুল আযহার একটি নাটকে তাদের জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে। অভিনেত্রী-নাট্যকার বিপাশা হায়াতের লেখা ও আরিফ খানের পরিচালনায় ঈদের নাটক ‘এ কী খেলা’য় তারা অভিনয় করেছেন। গত সপ্তাহে নাটকটির শূটিং শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, মানুষের লোভ, পাপ ও প্রায়শ্চিত্ত-এগুলো নিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। এই প্রবৃত্তিগুলো যখন প্রকাশ হয়ে যায় তখন সুখটাও কলুষিত হয়। আবার মানুষের ছোট কিংবা বড় পাপ কখনোই চাপা থাকে না। কালের আবর্তে তা একসময় প্রকাশ পাবেই। এই বিষয়গুলো নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। ওমর সানী বলেন, আমি জানতাম বিপাশা হায়াত ছোটপর্দার জন্য গল্প লেখেন। কিন্তু তিনি যে এত চমৎকার লেখেন এটা আমার জানা ছিল না। সমসাময়িক প্রেক্ষাপটে একটি চমৎকার নাটক লিখেছেন তিনি। মৌসুমী বলেন, নাটক কিংবা টেলিফিল্মে অভিনয়ের প্রস্তব প্রতিনিয়তই আসে। কাজও করি মাঝে মধ্যে। তবে সেগুলো অবশ্যই ভালো মানের স্ক্রিপ্ট ও পরিচালক হলে। এ নাটকটি ঠিক তেমনই। বিপাশা হায়াত দুর্দান্ত লিখেছে। পাশাপাশি গল্পে আমার স্বামীর চরিত্রে সানী থাকায় কাজটি আরো উপভোগ্য হয়েছে। উল্লেখ্য, এর আগেভালোবাসার বিশ বছর নামে একটি টেলিফিল্মে ওমর সানি ও মৌসুমী অভিনয় করেছিলেন। এদিকে এ জুটি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এগুলোর মধ্যে রয়েছে নতুন আমি নেতা হবো, মামলা হামলা ঝামেলা ও কেউ কথা রাখে না।মুক্তির অপেক্ষায় আছে দিলশাদুল হক শিমুল পরিচালিত লিডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ