মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যদি উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ে, সেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামে পৌঁছাতে সময় নেবে মাত্র ১৪ মিনিট। গত বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গুয়ামের অভ্যন্তরীণ প্রতিরক্ষা অধিদপ্তরের মুখপাত্র জেনা গামিন্দে এ তথ্য জানিয়ে বলেন, এরকম পরিস্থিতিতে সাইরেন বাজিয়ে দ্বীপের বাসিন্দাদের সতর্ক করা হবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য প্যাসিফিক ডেইলি নিউজের বরাত দিয়ে এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। আগস্টের মাঝামাঝি কোনো এক সময় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত দ্বীপ গুয়ামে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, দেশটির নেতা কিম জং উন ওই পরিকল্পনা অনুমোদন করলে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হবে। এগুলো জাপান সাগরের ওপর দিয়ে উড়ে গিয়ে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়বে। গামিন্দে বলেন, এরকম পরিস্থিতিতে প্রথমে সেনাবাহিনী আমাদের কর্মকর্তাদের জানাবে এবং আমরা গণযোগাযোগের সবগুলো মাধ্যম ব্যবহার করেন জনগণকে এ সম্পর্কে সতর্ক করবো। স্থানীয় গণমাধ্যম, গ্রাম প্রশাসন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তথ্য ছড়িয়ে দেওয়া হবে। যদি আপনারা কোনো সাইরেন বাজার শব্দ পান তবে পরবর্তী নির্দেশনার জন্য সঙ্গে সঙ্গে রেডিও, টেলিভিশন বা পত্রিকা দেখুন। গুয়ামে প্রায় সাত জাহাজ মার্কিন সেনা অবস্থান করছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পরও সেখানে সতর্কতার মাত্রা বাড়ানো হয়নি বলেও জানিয়েছে দ্য প্যাসিফিক ডেইলি নিউজ। হামলার হুমকি পাওয়ার পরপরই দ্বীপটির গভর্নর দ্বীপের বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলার সক্ষমতা গুয়ামের আছে। প্যাসিফিক ডেইলি, এনডিটিভি।
ক্ষেপণাস্ত্র রুখবে জাপান
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের গুয়ামে উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা রুখবে জাপান। গত বৃহস্পতিবার দেশটির সংসদীয় কমিটিকে একথা জানান জাপানের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী। আর তা কার্যকর করতে দেশটির বিভিন্ন পয়েন্টে জাপানি সেনারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিকরণ যন্ত্রও স্থাপন করেছে। গত বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র প্রতিবেদনে আগস্টের মাঝামাঝি সময়ে মধ্যেই যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের অনুমতি মিললেই ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে গুয়াম দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপরই যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার মধ্যেই বৃহস্পতিবার বিকেলে জরুরি ভিত্তিতে জাপানের সংসদে এক আলোচনা থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য জাপানি সেনাদের নির্দেশনা দেওয়া হয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইসুনরি ওনোদেরা সাংবাদিকদের বলেন, পিংয়ংয়ের ছুড়ে দেওয়া ক্ষেপণাস্ত্র আমাদের সেনারা যেকোন মূল্যে প্রতিহত করবে। সেটি জাপানে আঘাত করুক বা না করুক। সেনাদের ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের সহায়তা করার নিদের্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ২০১৪ সালের জুলাইয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সংসদে তিনশর্তে জাপানি সেনাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। যেগুলোর মধ্যে অন্যতম হল, যদি কখনও জাপান বা অন্য কোন বন্ধুপ্রতীম রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রর হুমকির মুখামুখি হয়, তাহলে জাপানি সেনারা সমরাস্ত্র ব্যবহার করবে। ২০১৫ সালে শেষদিকে তা নিরাপত্তা বিল হিসেবে পাস হয়। এরপরই জাপান মূলত যুক্তরাষ্ট্রে সেনাদের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক তৈরি করে যাচ্ছে। এনএইচকে, কিওডো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।