Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন আরাফাত

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতে উৎসব করতে পারেনি বাংলাদেশ। বরং ওই ম্যাচে ২ আম্পায়ার রবি সুন্দরম এবং বড় টাকার বাংলাদেশের ২ বোলার আরাফাত সানি এবং তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করায় দূর্ভাবনায় ফেলে দিয়েছিল বাংলাদেশ শিবিরকে। পরদিন এই দুই ক্রিকেটারের বোলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করে এক সপ্তাহের মধ্যে চেন্নাইয়ের ল্যাবরেটরিতে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি। আইসিসি’র এই শর্ত মেনে প্রথম রাউন্ড শেষে এই ২ বোলারকে চেন্নাইয়ে পাঠাতে পারতো টীম ম্যানেজমেন্ট। তবে আরাফাত সানি টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার না হওয়ায় আলটিমেটামের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করছে না টীম ম্যানেজমেন্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে মেলে ধরতে ব্যর্থ হওয়ায় আরাফাত সানিকে আগে-ভাগেই চেন্নাইয়ে পাঠিয়ে দিচ্ছেন তারা। প্রথম রাউন্ডের অবশিষ্ট ২ ম্যাচ এই বাঁ হাতি স্পিনার ছাড়া খেলার সিদ্ধান্ত নিয়ে আজই ধর্মশালা থেকে চেন্নাইয়ে পাঠিয়ে দিচ্ছে টীম ম্যানেজমেন্ট আরাফাত সানিকে। আজ চেন্নাইয়ে যেয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আগামী সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দিল্লিতে যোগ দেবেন আরাফাত সানি। তবে তাসকিনকে অপরিহার্য তালিকায় রেখে প্রথম পর্বে রেখে দিচ্ছে টীম ম্যানেজমেন্ট। প্রথম পর্ব শেষে আগামী ১৪ তারিখের ফ্লাইটে ধর্মশালা থেকে চেন্নাইয়ের ফ্লাইট ধরতে হবে তাসকিনকে। চেন্নাইয়ে ল্যাবরেটরিতে বায়ো মেকানিক্স পরীক্ষা দিয়ে কোলকাতায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। গতকাল এ তথ্যই দিয়েছেন বিসিবি’র পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানÑ ‘তাসকিনের ম্যাচ খেলার কথা। যেহেতু সে ফাস্ট বোলার, টানা ম্যাচ খেলে ভ্রমণ করা ক্লান্তিকর হতে পারে। তাছাড়া এই রাউন্ডের শেষ ম্যাচেও আমাদের ওকে দরকার হবে। এজন্য তাসকিনকে পরে পাঠাচ্ছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ চেন্নাইয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন আরাফাত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ