বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বি এম হান্নান, চাঁদপুর থেকে : ইলিশের ভরা মৌসুম হলেও এখনো পদ্মা-মেঘনায় আকাল চলছে। এ কারনে হতাশ হয়ে পড়েছে চাঁদপুরের জেলেপাড়ার লোকজন। তবে ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মাছঘাটে গত কয়েকদিন যাবৎ সাগরের ইলিশের ভরপুর আমদানি দেখা যাচ্ছে। প্রতিদিন ৭/৮টি ট্রলার আসছে ইলিশ নিয়ে। এসব ট্রলারের প্রতিটিতে পঞ্চাশ থেকে আশি মণ ইলিশ থাকে। সাগরের ইলিশের আমদানি বেড়ে যাওয়ায় দামও কেজিতে দুই/তিনশ’ টাকা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য আড়ৎদাররা। তারা জানান, ৫/৬শ’ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ ঘাটে পাইকারি বিক্রি হচ্ছে ১৬ থেকে সাড়ে ১৭ হাজার টাকা দরে। স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশের মণ ৬শ’ থেকে ৯শ’ গ্রাম পরিমাণ ৩২ হাজার টাকা। ইলিশের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তারা মৌসুমে স্বাদ নিতে পারছেনা রূপালী ইলিশের।
হারুন (৫০) নামে ভোলার এক জেলে জানায়, এমভি ফারিয়া ট্রলার নিয়ে তারা চাঁদপুরে মাছ বিক্রি করতে এসেছেন। তাদের ট্রলারে আনুমানিক ৭০/৮০ মণ ইলিশ হবে। এসব মাছ গভীর সমুদ্র হতে আহোরিত। তারা মাছ পেলে চাঁদপুরে বিক্রির জন্য নিয়ে আসেন হাজী মালেক খন্দকারের আড়তে। গতবারের চেয়ে মাছের দাম কম পেয়েছেন বলে জানান ওই জেলে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি হাজী আঃ খালেক মাল ও সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার জানান, ইলিশের সিজন খুবই মন্দা যাচ্ছে। এখন ঘাটে যে পরিমাণ ইলিশ আসছে তার সিংহভাগই সমুদ্রে আহোরিত। তাও ভারত-বার্মা সমুদ্র সীমান্ত এলাকায় এখন ইলিশ ধরা পরায় সেখানের কিছু ইলিশ চাঁদপুরের কয়েকটি আড়তে আসছে। স্থানীয় পদ্মা-মেঘনার মাছ নেই। ভোলা, লালমোহন, বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জ ও চাঁদপুরের হাইমচর এলাকায় ইলিশ ধরা পড়ছে খুবই কম। নদীতে ভরপুর পানি হলে কিছু সামনে পাবার আশা করেন। তবে তখন আবার সরকারি নিষেধাজ্ঞা থাকায় ইলিশ ধরতে দেয়া হয় না।
চাঁদপুর ফিশিং কান্ট্রিবোটের সভাপতি শাহআলম মল্লিক জানান, পদ্মা-মেঘনায় ইলিশের আকালে জেলেরা হতাশ। ফিশিং ট্রলারে সমুদ্রের কিছু মাছ দিয়ে ঘাট চলছে। জনপ্রশাসনের পদকপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান জানান, সমুদ্রে ইলিশ মাইর পড়ছে, সেখান থেকে মাছ উঠে আসলেই নদ-নদীতে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী। ভাদ্র মাসে ভরপুর মাছ পাওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।