Inqilab Logo

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পানিবদ্ধতার জন্য দায়ী কাউকে ছাড় দেয়া হবে না -চসিক মেয়র

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পানিবদ্ধতার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খাল, নালা দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখন থেকে খালে বা নালায় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন ধরনের আবর্জনা, মাটি বা অন্য কিছু ফেলে স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পরিবেশ দূষণের দায়ে তাদের বিরুদ্ধে বিদ্যমান আইনের প্রয়োগ করা হবে। এক্ষেত্রে তাদের জন্য জেল-জরিমানাসহ কঠোর শাস্তি অপেক্ষা করছে।
তিনি গতকাল (শুক্রবার) চট্টগ্রাম নগরীর দুঃখ হিসাবে পরিচিত চাক্তাই খালের বিভিন্ন অংশ সরেজিমনে পরিদর্শনকালে এসব কথা বলেন। চাক্তাই খালের অনেকাংশ অবৈধ দখল ও স্থাপনা থাকায় খাল পরিদর্শনেও প্রতিবন্ধকতার মুখোমুখি হন মেয়র।
সিটি মেয়রের চাক্তাই খাল পরিদর্শন কালে প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, নোমান আল মাহমুদ, মো. ইসা, তিমির বরণ চৌধুরী, বখতিয়ার উদ্দিন খান, মঞ্জুর হোসেন, মোরশেদ আলম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিবদ্ধতার জন্য দায়ী কাউকে ছাড় দেয়া হবে না -চসিক মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ