রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা
আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার ১০ শ্রেণির মেধাবী ছাত্র মো. রাজু দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগসহ অন্যান্য রোগে ভোগছে। বর্তমানে রংপুর সিএমএইচের মেডিসিন ও কিডনি বিভাগীয় প্রধান ডা. মোবাশ্বের আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রাজুর দুটো কিডনীই নষ্ট হওয়ার পথে। অতি সত্বর তার কিডনি প্রতিস্থাপন করা না হলে যে কোন মুহূর্তে অকালেই ঝড়ে যেতে পারে এ কিশোর প্রাণ। কিডনি প্রতিস্থাপনসহ নিয়মিত ডায়ালাইসিসে প্রায় ৪/৫ লাখ টাকার প্রয়োজন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পাটগাঁও এলাকার দরিদ্র রুস্তুম আলীর ছেলে মো. রাজু। রু¯ুÍম আলী একটি বেসরকারি মাদ্রাসায় কর্মরত আছেন। ছেলে চিকিৎসার খরচ নিয়ে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল, হৃদয়বান, বিত্তশালী ও জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা-
মো. রস্তম আলী,
হিসাব নং- ১০০৯০০১৫২,
সোনালী ব্যাংক, রানীশংকৈল শাখা, ঠাকুরগাও।
মোবাইল : ০১৭৫৭৮৭৩৩৬৯।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।