Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজুর চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামের দরিদ্র দিনমজুর কামরুল শেখের ছেলে শেখ মাজহারুল ইসলাম রাজু (১১) গত ৫ বছর ধরে ব্লাড ক্যান্সারে ভোগছে। বর্তমানে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রাজু জটিল ব্লাড ক্যান্সার আক্রান্ত, তাকে সুস্থ করতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া জরুরি। এতে অনেক টাকার প্রয়োজন। দরিদ্র দিনমজুর কামরুল শেখ ছেলের চিকিৎসা করতে গিয়ে ইতোমধ্যে সর্বস্ব খুইয়েছেন। পরিবার পরিজনের ভরণ-পোষণ যোগাতেই নিয়মিত হিমশিম খেতে হয়। এতদিন নিজের সহায়সম্বল বিক্রি করে ও নিকট স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ছেলের চিকিৎসা চালিয়ে আসছেন। আর চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, বিত্তশালী, দয়াবান ও সরকারের কাছে ছেলের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
কামরুল শেখ
হিসাব নং-১৯০০১০১০৬৩১২৩
পূবালী ব্যাংক, গোপালগঞ্জ শাখা।
মোবাইল-০১৭২৬১১৫৭৫৭ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজুর চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ