মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের দীর্ঘকালীন বিরোধী নেত্রী অং সান সু চি মিয়ানমারের আগামী প্রেসিডেন্ট না হওয়ার কারণে তার সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ধারণা করা হচ্ছে তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি অনির্বাচিত আমলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। মিয়ানমারের সংসদ নতুন প্রধান নির্বাহী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করার অল্প আগেই নোবেল বিজয়ী এই নেত্রী সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত তার চিঠিতে জনতার কাছে ক্ষমা চান। তার কথায় জনগণের ইচ্ছা পূরণ করতে না পারায় তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, তিনি নিরবচ্ছিন্নভাবেই জনগণের সঙ্গে থাকছেন এবং শান্তিপূর্ণভাবে লক্ষ্য অর্জনের জন্য তিনি জনগণের অব্যহত সমর্থন চান। তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নভেম্বরের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে সামরিক বাহিনীর সংবিধানে লেখা একটি ধারা অনুযায়ী অং সান সু চি দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারছেন না। কারণ তারা ছেলেরা বিদেশের নাগরিক। সূত্র : ভয়েজ অব অ্যামেরিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।