মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী বিশেষ কাউন্সিল গঠিত গ্র্যান্ড জুরি সমন জারি করেছে। রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ও জামাতার বৈঠকের বিষয়ে জানতে এ সমন জারি করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্তকারী বিশেষ কাউন্সিল একটি গ্র্যান্ড জুরি ঘোষণা করে। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে কার উদ্দেশে এ সমন জারি করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। রবার্ট মুলারের নেতৃত্বাধীন বিশেষ কাউন্সিল গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করে। মুলারই গ্র্যান্ড জুরি গঠনের আহŸান জানিয়েছিলেন। সা¤প্রতিক কয়েক সপ্তাহের মধ্যেই এ আহŸান জানানো হয়েছিল বলে একটি সূত্র জানিয়েছে। এই জুরি গঠনের মাধ্যমে মুলার রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আইনী প্রক্রিয়া শুরু করতে সম্ভাব্য প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা খতিয়ে দেখতে বেসামরিক নাগরিকদের নিয়ে গ্র্যান্ড জুরি গঠন করা হয়। সাবেক সরকারি আইনজীবী পল ক্যালান বলেছেন, মুলারের তদন্তে এটা বেশ উল্লেখযোগ্য অগ্রগতি। এর মানে হচ্ছে কয়েক মাস আগে শুরু হওয়া তদন্তে মুলার এমন কিছু পেয়েছেন যা ফৌজদারি অপরাধের অভিযোগ গঠনের দিকে ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে সাধারণত, অভিযোগ ওঠা ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার মত যথেষ্ট প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে গ্র্যান্ড জুরি গঠন করা হয়। তবে তারা অভিযুক্তকে দোষী বা নির্দোষ ঘোষণা করতে পারেন না। গ্র্যান্ড জুরি গঠনের মাধ্যমে রবার্ট মুলার নেতৃত্বাধীন বিশেষ কাউন্সিল গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আইনী প্রক্রিয়া শুরু করতে সম্ভাব্য প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে বলে ধারণা মার্কিন গণমাধ্যমগুলোর। গত বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেন, বেশিরভাগ মানুষ জানে আমাদের নির্বাচনী প্রচারে রাশিয়ার কোনো অস্তিত্ব ছিল না... আমরা রাশিয়ার কারণে জয়লাভ করিনি। আমরা আপনাদের কারণে জিতেছি। রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।