Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজযাত্রী

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বর্হিগমন র‌্যাম্পে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ২৬ হজযাত্রী। গতকাল সোমবার বেলা ১২টার দিকে হজযাত্রীদের বহনকারী একটি বাস টার্মিনালের দোতালায় উঠার সময় দুর্ঘটনা কবলিত হয়। পরে খবর পেয়ে র‌্যাব সদস্যরা যাত্রীদের উদ্ধার করেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানা জানান, দুপুরে রাজধানীর মিরপুর থেকে আসা তামান্না গ্রুপের হজযাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো জ-১১-১৩০০) বিমান বন্দরের আন্তর্জাতিক বর্হিগমন র‌্যাম্প দিয়ে টার্মিনালের দোতালায় উঠার সময় হঠাৎ ব্রেক লক অকেজো হয়ে যায়। পরে বাসটি পিছনের দিকে নামতে নামতে রেলিং ভেঙে প্রায় ঝুলন্ত অবস্থায় আটকে যায়। এ সময় সিভিল এভিয়েশন ডাইরেক্টর গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধারে র‌্যাব এর নিকট তাৎক্ষণিক সহায়তা চান।
তিনি জানান, খবর পেয়েই দ্রুত র‌্যাবের একটি উদ্ধার টিম উদ্ধারকারী যান নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হজযাত্রীদের নিরাপদ অবস্থানে নিয়ে আসে এবং গাড়িটি উদ্ধার করে। তিনি বলেন, উদ্ধারকৃত গাড়িটিকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গতকাল বেলা ২টায় সউদী এয়ারলাইন্সের একটি বিমান হজযাত্রীদের নিয়ে সউদী আরবের উদ্দেশে রওয়ানা দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ