Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেএসপি ও বিমান বাহিনীর জয়

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে বিকেএসপি ও বাংলাদেশ বিমান বাহিনী। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বিকেএসপি ৩-০ গোলে হারায় অ্যাজাক্স এসসিকে। বিজয়ীদের পক্ষে মো: মহসিন দু’টি ও তানজিম আহমেদ একটি করে ফিল্ড গোল করেন। একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় বিমান বাহিনী ৭-২ গোলের জয় পায় বাংলাদেশ পুলিশের বিপক্ষে। বিমান বাহিনীর পক্ষে খোরশেদ তিনটি, প্রসেনজিত দু’টি এবং মাহবুব ও শামিম মিয়া একটি করে গোল করেন। পুলিশের আসাদুজ্জামান চন্দন পেনাল্টি কর্ণার থেকে দু’টি গোল শোধ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিকেএসপি ও বিমান বাহিনীর জয়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ