পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : যাত্রী সংকটের কারণে বাংলাদেশ বিমান ও সাউদিয়ার অধিকাংশ হজ ফ্লাইটই খালি যাচ্ছে।
গতকাল রোববার রাত ৭টা ৫৫ মিনিটের শিডিউল হজ ফ্লাইট বিজি-৫০২৭ বাতিল করা হয়েছে। বিমানের দুপুর ১২টার হজ ফ্লাইটটিও যাত্রী সংকটের দরুণ ৪৮ ঘন্টা পিছিলে নেয়া হয়েছে। এ হজ ফ্লাইটটি আগামীকাল মঙ্গলবার জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করার কথা। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব (হাবের) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, এ ফ্লাইটের হজযাত্রীরা সহসাই অন্য ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। তবে এটি বিমানের ব্যর্থতা নয়। ই-ভিসা জটিলতার কারণে অনেকে এখনও পাসপোর্ট হাতে না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হাবের মহাসচিব মো. শাহাদাত হোসেন তসলিম বলেন, বিমান ও সাউদিয়ার হজ ফ্লাইটই কিছু কিছু খালি যাচ্ছে। এখানে কারও কিছু করার নেই। ই-হজ সিষ্টেমে একটি পরিবারের পাঁচ জনের হজ ভিসা প্রিন্ট হলে বাকি একজনের ভিসা বের হচ্ছে না। এ জন্য ঐ পরিবারটি হজে যেতে পারছেন না। এমন পরিস্থিতি’র দরুন কিছু সমস্যা হচ্ছে। সিস্টেম ডেভেলপমেন্টের জন্য হাবের পক্ষ থেকে সউদী দূতাবাসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানিয়েছি। আশা করছি দ্রæত সমস্যার সমাধান হবে।
এদিকে, ২০১৫ সালে এবং ২০১৬ সালে যারা হজে গিয়েছিলেন এবারও তার হজে গেলে তাদের প্রত্যেকের জন্য সউদী সরকার ২ হাজার রিয়াল কেটে নিচ্ছে। এসব অতিরিক্ত ২ হাজার রিয়াল এজেন্সি’র পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। হাব মহাসচিব বলেন, আমরা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সার্কুলার জারি করে ২/১ দিনের মধ্যে এসব অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট হজযাত্রীকে এজেন্সিগুলোকে পরিশোধের নিদের্শ জারি করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।