পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মিনা-আরাফায় ১৫ রিয়ালের ভিআইপি তাঁবু ২০ হাজার টাকা অতিরিক্ত গুনতে হবে
শামসুল ইসলাম : অবশেষে সউদী আরবে প্রায় ১৪ হাজার বেসরকারী বাংলাদেশী হজযাত্রী’র মুয়াল্লেম সংকটের জট খুলেছে। পবিত্র হজের প্রাক্কালে মিনা-আরাফায় এসব হজযাত্রী ভিআইপি তাবুতেই আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো যথা সময়ে ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেমের সাথে চুক্তিবদ্ধ হতে না পাড়ায় এ সংকটের সৃষ্টি হয়েছিল। ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেমের নির্ধারিত কোটা আগেই শেষ হয়ে গেছে। এসব এজেন্সি’র প্রত্যেক হজযাত্রীকে এখন ৭শ’ ২ রিয়ালের পরিবর্তে ৫৯ নং মুয়াল্লেম থেকে ৭৮ নং মুয়াল্লেমের অধীনে ১৫ রিয়াল পরিশোধ করতে হবে। হজ এজেন্সিগুলোকে বর্তমানের জনপ্রতি ১ হাজার রিয়াল পরিশোধ এবং বাকি ৫শ’ রিয়াল ৩০ জিলকাদের মধ্যে পরিশোধ করতে হবে। মুয়াল্লেমের অতিরিক্ত চার্জের জন্য প্রত্যেক হজযাত্রীকে আরো ২০ হাজার টাকা করে পরিশোধ করতে হবে। শুক্রবার দিবাগত গভীর রাতে মক্কাস্থ মুয়াসসাসার দক্ষিণ এশিয়া হাজী সেবা সংস্থার সম্মেলন কক্ষে সংস্থার চেয়ারম্যান ড. রাফাত বিন ইসমাইল বদরের সভাপতিত্বে অনুষ্ঠিত মুয়াল্লেম সংকট নিরসন সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল বোরহান উদ্দিন নেতৃত্ব দেন।
এ সিদ্ধান্তের পর গতকাল শনিবার অপেক্ষমান সকল হজ এজেন্সিগুলো ১৫শ’ রিয়াল সার্ভিস চার্জের ভিআইপি মুয়াল্লেমগুলোর সাথে হজযাত্রী নেয়ার বুকিং সম্পন্ন করেছে। মুয়াল্লেম সংকট নিরসন হওয়ায় হজ এজেন্সিগুলোর মাঝে স্বস্থি ফিরে এসেছে। অপেক্ষমান এসব হজযাত্রীর হজে গমনে আর কোনো বাধা নেই। মক্কা থেকে একাধিক সূত্র এতথ্য জানিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮জন হজযাত্রী হজে যাবেন। মুয়াসসাসার ত্রি-পক্ষীয় বৈঠকে হজ মিশনের কাউন্সেল হজ মাকসুদুর রহমান, কনসাল হজ জহিরুল ইসলামসহ হাবের পক্ষে উপস্থিত ছিলেন, হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, হাবের অন্যতম ইসি সদস্য আলহাজ এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের, মুফতী আব্দুল কাদের মোল্লা, হাবের সদস্য ও ব্রাইট ট্রাভেলসের মুনাজ্জেম আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উজ্জ্বল ও রফিকুল ইসলাম। তবে এ সিদ্ধান্তের সাথে একমত হতে না পেরে রেজাউল করিম উজ্জ্বল বৈঠক স্থল ত্যাগ করেন। মক্কা থেকে হাবের ইসি’র অন্যতম সদস্য আলহাজ এডভোকেট ড. আব্দুল্লাহ আল-নাসের ইনকিলাবকে জানান, শুক্রবার রাতে মুয়াসসাসায় বাংলাদেশী হজযাত্রীদের মুয়াল্লেম সংকট নিরসনকপ্লে অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় সভায় বিস্তারিত আলোচনাকালে সিজি বোরহান উদ্দিন বলেন, যেসব হজ এজেন্সি গ্রæপ লিডারের মাধ্যম হজনীতি’র বর্হিভ’ত জনপ্রতি ২ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ৮০ হাজার টাকায় হজযাত্রী সংগ্রহ করেছে তারা বড় অপরাধ করেছে। তিনি বলেন, সউদী সরকারের রীতি-নীতি অনুযায়ীই হজ ব্যবস্থাপনার কাজে আঞ্জাম দিতে হবে। যেহেতু ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেম পাওয়া যায়নি;সেক্ষেত্রে বাধ্য হয়েই ১৫ রিয়ালের মুয়াল্লেমের অধীনে হজ করতে হচ্ছে। এজন্য প্রত্যেক হজযাত্রীকে ভিআইপি মুয়াল্লেমের চার্জ বাবদ অতিরিক্ত ২০ হাজার টাকা করে পরিশোধ করতে হবে।
বৈঠকে হাজী সেবা সংস্থার চেয়ারম্যান ড. রাফাত বিন ইসমাইল বদর বলেন, সউদী সরকারের বিধি অনুযায়ী মুয়াল্লেম ফি কমানোর সুযোগ নেই। ১৫শ’ রিয়াল দিয়েই হজযাত্রীদের হজ পালন করতে হবে। যাদের সামর্থ আছে তারাই হজে আসতে পারবেন। তিনি বলেন, এখন ১ হাজার রিয়াল পরিশোধ এবং ৩০ জিলকদের মধ্যে বাকি ৫শ’ রিয়াল পরিশোধ করতে হবে। তিনি এ শর্ত অনুসরন করে বাংলাদেশী হজ এজেন্সিগুলোকে সংশ্লিষ্ট মুয়াল্লেমের বুকিং নিশ্চিত করার অনুরোধ জানান। ব্রাইট ট্রাভেলসের মুনাজ্জেম ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উজ্জ্বল ইনকিলাবকে বলেন, মুয়াসসাসার বৈঠকে বাংলাদেশ হজ মিশন ও হাবের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী বাংলাদেশী হজযাত্রীদের স্বার্থ না দেখে শুধু সউদী মুয়াসসাসার দালালী করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।