Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে শিশুদের ওপর যৌন নির্যাতন বেড়েছে

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনে ২০১৫ সালে শিশুদের ওপর যৌন নির্যাতন শতকরা ৩০ ভাগ বেড়ে গেছে বলে এক জরিপের ফলাফলে জানা গেছে। ব্রিটিশ পুলিশের বরাত দিয়ে ন্যাশনাল সোসাইটি ফর দ্যা প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন বা এনএসপিসিসি জানিয়েছে, গত বছর দেশটিতে ৪৫,৪৫০ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। যেসব শিশু নির্যাতনের শিকার হয়ে পুলিশের শরণাপন্ন হয়েছে এটি তাদের সংখ্যা। আর যেসব শিশু নির্যাতিত হয়ে বিষয়টি চেপে গেছে তাদের সংখ্যা এই জরিপে উল্লেখ করা যায়নি। এনএসপিসিসির মতে, প্রতি আটজন নির্যাতিত শিশুর মধ্যে মাত্র একজন পুলিশের কাছে অভিযোগ জানায়। নির্যাতিত শিশুদের শতকরা ৮০ ভাগ বালিকা এবং এদের ২,৪০০ জনের বয়স পাঁচ বছরের নীচে। এনএসপিসিসি জানিয়েছে, প্রায় ১১,০০০ নির্যাতিত শিশুর বয়স ১০ বছরের কম। ব্রিটেন জুড়ে শিশু নির্যাতন বিরোধী সেলের দায়িত্বে থাকা চিফ কনস্টেবল সিমন বেইলি জানিয়েছেন, শিশুদের ওপর নির্যাতনের ঘটনা থেকে বোঝা যায় নির্যাতনকারীরা তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য আগের চেয়ে উপযুক্ত সুযোগ পাচ্ছে। প্রযুক্তি তাদেরকে এই সুযোগ এনে দিয়েছে বলে বেইলি মনে করেন। তিনি বলেন, শিশুদেরকে অশ্লীল ছবি ও ভিডিও দেখানোর মাধ্যমে এই সুযোগ তৈরি করে নিচ্ছে লম্পট ব্যক্তিরা। এ ছাড়া, তারা শিশুদের ওপর যৌন নির্যাতনের লাইভ ভিডিও চিত্রও এ অশুভ কাজে ব্যবহার করছে বলে তিনি জানান। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনে শিশুদের ওপর যৌন নির্যাতন বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ