নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : টি-২০ দিয়েই তার আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। সেটিও হয়েছে রাজার মত। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯ বছর বয়সী এক তারকার রাজসিক অভিষেকের পর রাঙিয়ে এসেছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর আইপিএল। অভিষেকেই হায়দারাবাদ সানরাইজার্সকে শিরোপা জিতিয়ে দেশে ফিরেছেন রাজার বেশে। তবে মুস্তাফিজুর রহমানের আক্ষেপটা এতদিন ছিল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জমজমাট আসর বিপিএল নিয়ে। চোটের কারণে গত বিপিএলে ছিলেন দর্শক হয়ে। পরে ঢাকা ডায়নামাইটস সান্ত¦না পুরস্কার স্বরুপ তাকে করেছিল ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’। এবার মুস্তাফিজ ফিরছেন মাঠের ক্রিকেটে। ফেরাটাও আর দশজন ক্রিকেটারের মতো নয়, বাঁহাতি পেসার এবার বিপিএলের আট আইকন ক্রিকেটারের একজন!
গত বারের সাত আইকন তাদের ‘মর্যাদা’ ধরে রেখেছেন এবারও। সঙ্গে যোগ হয়েছেন মুস্তাফিজ। গতকাল সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, দল বাড়াতেই বেড়েছে আইকন, ‘গত বছর সাতটি দল ছিল, সাত জন আইকন ছিল। এবার যেহেতু সিলেট যোগ হয়েছে, আইকনও বেড়েছে। গত বারের সাত আইকনের সঙ্গে এবার যোগ হয়েছে মুস্তাফিজুর রহমান। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ, সাব্বির ও সৌম্য এবারও থাকছে আইকন হিসেবে। এর মধ্যে আরও অপশন এসেছিল আইকনে, আমরা বসে মুস্তাফিজকেই ঠিক করেছি।’
আইকন ক্রিকেটাররাই কেবল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে নিজেরা দল ঠিক করার স্বাধীনতা পেয়েছে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ব্যাখ্যা করলেন এই বাড়তি সুবিধা দেওয়ার কারণ, ‘আইকনদের আমরা স্বাধীনতা দিয়েছি দল বাছাইয়ে। প্রেক্ষাপট ছিল যে, আমাদের জাতীয় দলে যারা ভালো খেলছে বা পারফর্ম করছে, তাদেরকে আমরা এই সুবিধা দিতে চাই। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে বেশিরভাগ আইকনই দল ঠিক করে ফেলেছে। বাকিদেরটা আগামী দু-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’
এখনও পর্যন্ত যতটা চূড়ান্ত হয়েছে, তাতে তিনবারের বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলবেন এবার রংপুর রাইডার্সে। মাশরাফির গত দুই আসরের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবার তামিম ইকবাল। সাকিব আল হাসান থাকছেন ঢাকা ডায়নামাইটসেই। খুলনা টাইটান্স আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মাহমুদউল্লাহকে ধরে রাখার কথা। মুশফিক যেতে পারেন রাজশাহী কিংসে। দল বাছাইয়ের মতো পারিশ্রমিক নিয়ে দর কষাকষির স্বাধীনতাও আইকনদের দেওয়া হয়েছে। তাদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত, জানালেন ইসমাইল হায়দার মল্লিক, ‘ওদের পারিশ্রমিক আমরা উন্মুক্ত করে দিয়ছি একটা কারণে। গতবার আমাদের সিনিয়র ক্রিকেটাররা বোর্ড প্রধানের সঙ্গে দেখা করে একটা দাবি তুলেছিল। ওরা যেহেতু দীর্ঘদিন ধরে খেলছে, অভিজ্ঞতা আছে, ওরা মনে করে ওদের পারিশ্রমিকটা ধরাবাঁধা না দিয়ে স্বাধীনতা দিলে ভালো হয়। অবশ্যই তাই পরিমাণটা ভালো হবে বলে আমার ধারণা।’ তবে যেহেতু পারিশ্রমিকের দায়িত্ব নিজেরাই নিয়েছেন, আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক মত পাওয়া বা না পাওয়ার দায় নেবে না বিসিবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।