Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতেই তাদের নির্দেশিত রোডম্যাপ-হাবিব উন নবী

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় বসাতেই নির্বাচন কমিশন (ইসি) রোডম্যাপ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন-নবী খান সোহেল। তিনি বলেন, ইসি যে রোডম্যাপ দিয়েছে তা সরকারের নির্দেশনা অনযায়ি ঘোষণা করেছে। গতকাল (শনিবার) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাবিব উন-নবী সোহেল বলেন, সহায়ক সরকারের অধীনে নির্বাচন করলে সেই নির্বাচন সুষ্ঠু হবে, আর নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী সরকারের পরাজয় নিশ্চিত। এটা তারা ভাল করেই জানে বলেই সহায়ক সরকার নয়, শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে চায় তার দলের নেতারা। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি’র এই যুগ্ম মহাসচিব বলেন, যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারে- এমন একটি নির্বাচনের ব্যবস্থা করুন। কারণ ভোটাধিকার জনগণের রাজনৈতিক অধিকার, কিন্তু এটা জনগণ প্রয়োগ করতে পারছে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে বর্তমান সরকারকেই এর খেসারত দিতে হবে বলেও সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ তিনি।
বিএনপি’র সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান সারাদেশে ব্যাপকভাবে সাড়া পেয়েছে মন্তব্য করে সোহেল বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যাকে বিভক্ত ও ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা ও এরশাদ বহুবার চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। ১/১১’র সময় বিএনপি’র অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হলেও দল ধ্বংস হয়নি। বরং এর ফলে বিএনপি’র ভিত্তি আরো মজবুত ও শক্তিশালী হয়েছে। বিএনপি জনগণের দল, তাই বিএনপিকে ধ্বংস করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি’র এই শীর্ষ নেতা।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পালানোর ইতিহাস বিএনপি’র নেই। পলায়ন আওয়ামী লীগ এবং তার নেতাদের চরিত্রে রয়েছে। ’৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অসহায় জনগণকে হানাদার বাহিনীর মুখে ঠেলে বড় নেতারা পালিয়েছিলেন পাকিস্তানে, অন্যরা পার্শ্ববর্তী দেশে। ’৭৫-এ তাদের নেতার লাশ ফেলে তাদের বড় বড় নেতারা ভারতে পালিয়ে যান। ’৮৬ তে আন্দোলনরত জনতাকে রাজপথে রেখে পালিয়ে এসে শেখ হাসিনা স্বৈরাচার এরশাদের আঁতাতে নির্বাচন করেছিলেন। ১/১১’র সরকারের সাথে আপোষ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। তা জনগণ সবই অবগত আছে।
মহানগর বাংলামটরে সি.আর.দত্ত রোডে আয়োজিত এ কর্মসূচীতে মোঃ হাতেম আলী, সেকান্দার আলী বিদ্যুৎ সদস্যপদ নবায়ন করেন এবং রাজিয়া সুলতানা, এবিএম সৈয়দ আহম্মেদ, লুৎফুন নাহার, রাহেলা বেগম, আসমা খন্দকার, শাহ পরান, মোঃ মোজাম্মেল হক, ফরিদুল ইসলাম দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের হাত থেকে সদস্য ফরম পূরণ করে বিএনপিতে যোগ দেন। মহানগর দক্ষিণ বিএনপি’র সহ-সভাপতি ও কলাবাগান থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাকির হোসেন ভূঁইয়া, মহানগর দক্ষিণ বিএনপি’র নেতা ইউনুছ মৃধা, আবুল আহসান তালুকদার ননী, সাইফুল ইসলাম পটু, লতিফ উল্লাহ জাফরু, আব্দুল হান্নান, সাইদুর রহমান মিন্টু, মোঃ আকবর প্রমুখ নেতৃবৃন্দ।####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাবিব উন নবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ