পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দীর্ঘ ১০ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার থেকে বেরিয়ে হাবিব উন নবী সোহেল এক প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ ১০ মাস পর মুক্তি পেলাম। ছোট কারাগার থেকে বেরিয়ে এখন বৃহৎ কারাগারে এসেছি। এর আগে রাজধানীর রমনা থানায় করা নাশকতার এক মামলায় বুধবার সোহেলকে অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। জামিনের একদিন পরেই থেকে মুক্তি পেলেন সাবেক এই ছাত্রনেতা।
গত বছরের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সোহেল। জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।