Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের নামে লুটপাটের টাকা সুইস ব্যাংকে-হাবিব উন নবী সোহেল

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের শত শত কোটি টাকা লুটপাট করে তাদের নেতা কর্মীদের ভাগ্যের উন্নয়ন করছে। আর এসব লুটপাটের টাকা পাচার করে সুইস ব্যাংকে জমাচ্ছে।
গতকাল (বুধবার) বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সোহেল বলেন, আওয়ামী সরকারের ভায়াবহ দুঃশাসনে সারাদেশ ছড়িয়ে পড়েছে। তাদের এ দুঃশাসনের রোগে সারাদেশ আক্রান্ত। তাদের দুঃশাসনের অভিশাপ থেকে দেশ বাসিকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আওয়ামী সরকারের শাসন আমলে তারা সারাদেশে যে ব্যাপক দুর্নীতি, হত্যা,গুম, খুন, সন্ত্রাশ ও ভয়াবহ অপশাসনের জন্য সমগ্র দেশবাসি এই সরকারের উপর আজ চরমভাবে ক্ষুব্ধ রয়েছে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপি’র এই নেতা বলেন, সহায়ক সরকারের অধীনে নিরপেক্ষ একটি নির্বাচন দিন। আমরা সাহায্য করব। জণগণ ভোট দিতে পারবে না, এমন নির্বাচন আমরা বাংলাদেশে হতে দিব না। জামানত হারানোর ভয়ে আওয়ামী লীগ সহায়ক সরকার চায়না উল্লেখ করে সোহেল বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছে, যদি নিরপেক্ষ নির্বাচন দেয়া হয় তাহলে আওয়ামী লীগের ৯০ ভাগ প্রার্থীর জামানত থাকবে না। হাবিব উন নবী খান সোহেল প্রাথমিক সদস্য সংগ্রহ প্রসঙ্গে বলেন, ঢাকা মহানগরীতে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের আরও বেশী করে কাজ করতে হবে। দলের চেয়ারপার্সনের উদ্বোধনের এ কর্মসূচীতে আমাদের সকলকে উদ্যোগী হতে হবে। দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে অতীত থেকে শিক্ষা নিয়ে মাঠ পর্যায়ে জোড়ালো ভাবে এই কর্মসূচী সফল করতে হবে। মহানগর দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক স্থানীয় ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে মায়ারাণী সাহা, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন বাবুল, ইঞ্জিনিয়ার জোবায়ের আহমেদ, মাওলানা ক্বারী মিজান, মোঃ খায়রুল্লাহ রাজা ও রতন চন্দ্র ঘোষ ঢাকা মহানগরীর বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের হাত থেকে ফরম পূরণ করে বিএনপিতে যোগ দেন। স্থানীয় বিএনপি নেতা হাজী টিপু সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার বলেন, বর্তমান আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচন কালীন সহায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলন চালিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই সরকারের সকল অপশাসনের সঠিক জবাব দিতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ