Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় কলাপাড়ায় ১, মাগুরায় ১ ও ঈশ্বরদীতে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের শিবালয় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরোহীসহ ৩ জন এবং অপর ঘটনায় কলেজছাত্রী আহত হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী রাসেল খাঁ (৭) গুরুতর জখম হয়েছে। বুধবার সকালে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইসাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ওই শিশু শিক্ষার্থী ছুটি শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগমী মোটরসাইকেলের আঘাতে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে ওই শিশু শিক্ষার্থীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে ঘটনার পর পারই মোটরসাইকেল চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরা সদর উপজেলার কাটাখালী বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকের জগ খুলে চাপা পড়ে হাসমত নামে এক টায়ার মিস্ত্রী নিহত, রিয়াজ নামে তার এক সহযোগী আহত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টার দিকে একটি ট্রাকে জগ লাগিয়ে নিচে কাজ করছিল ঐ বাজারের টায়ার মিস্ত্রী এ সময় যশোর থেকে আসা দ্রুতগামী হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৪- ২৫১৯ বাস সাজরে ট্রাকে আঘাত করলে ট্রাকের জগ খুলে চাপা পড়ে। নিহত হাসমত মাগুরা সদর উপজেলার আকছি গ্রামের শাহাদত মোল্যার ছেলে। পুলিশ গাড়িটি আটক করেছে। চালক পলাতক রয়েছে।
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস চাপায় আলমগীর মিয়া (৪৯) নামের এক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে। সে সময় গুরুতর আহত হয় পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খুরশিদ আলম।
আরিচা সংবাদদাতা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডের কাছে দ্রুতগামী একটি মটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধসহ ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। গত কাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝিনাইদহে পুলিশ লাইন পূর্ব পাড়া মৃত শাহাদৎ এর পুত্র মোঃ ডালিম (৪০), তার বন্ধু সুভাষ বিশ্বাসকে (৪২) সাথে নিয়ে ঢাকা থেকে ঝিনাইদহের উদ্দ্যেশ্য মটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় উথলী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সুতো রাজবংশীর পুত্র উপেন্দ্রনাথ রাজবংশী (৭০) রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। একই সময় দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উপেন্দ্র নাথ রাজবংশীকে প্রচন্ড গতিতে ধাক্কা দিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে পথচারীসহ মটরসাইকেল আরোহীদ্বয় গুরুতর আহত হয়।
এদিকে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা সহাসড়কের শিবালয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রুতগামী এক বাসের (পল্লী সেবা পরিবহন নং ঢাকা মেট্টো-জ-১৪-২৪৮৪) ধাক্কায় সরকারী দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজগামী অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থী জ্যোতি আক্তার (২৩) আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ