বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : দিনাজপুরে শিশু, রাবিতে স্কুলছাত্র ও আদমদীঘিতে স্কুল শিক্ষক নিহত হয়েছে। এছাড়াও রাজশাহীর চারঘাটে আহত হয়েছে ৮ জন।
দিনাজপুর অফিস জানায়, সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে শপিং করার জন্য খালিদ হাসান তার স্ত্রী ও পুত্রকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বীরগঞ্জ উপজেলার কালীবাড়ি মোড় এলাকায় একটি প্রাইভেট কারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই শিশুপুত্র সাথী আহমেদ (৪) নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় শিশুর মা সোমা বেগম। তাকে গুরুত্বর অবস্থায় ঠাকুরগাও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাথী পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ষোলঘর এলাকার খালিদ হাসানের পুত্র।
রাবি রিপোর্টার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় শিমুল হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে নগরীল মতিহার থানার মীজাপুর এলাকার বাবুল হোসেনের ছেলে ও নগরীর মসজিদ মিশন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল ৫টার দিকে শিমুল বাড়ি থেকে বের হয়ে মোটারসাইকেল নিয়ে তার বন্ধু ইশতিয়াক ঈশার সঙ্গে বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীতমুখী রাজশাহী বিশ্ববিদ্যালয়গামী একটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিমুল। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
আদমদীঘি উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ডালম্বা নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে আফজাল হোসেন (৪৮) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফজাল হোসেন (৪৮) মোটরসাইকেল যোগে সান্তাহার যাওয়ার পথে ডালম্বা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল সজোড়ে ধাক্কা লেগে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় স্থানীয় লোকজন আহত শিক্ষক আফজাল হোসেনকে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর চারঘাটে গতকাল দুপুরে হলিদাগাছি রেলক্রসিং ট্রাক-সিএনজি-ইজিবাইক ত্রি-মুখী সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টায় ট্রেন যাওয়ার জন্য হলিদাগাছি রেলক্রসিংয়ের গেটম্যান সড়কে ব্যারিকেড দেন। এ সময় রেলক্রসিংয়ের পাশে কিছু রিক্সা-অটোরিক্সা ট্রেন চলে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। এ সময় ব্রেকফেল করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এসে প্রথমে সিএনজি চালিত একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে এই দুটি অটোরিক্সা গিয়ে রেললাইনের ওপর পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিক্সা দুটিকে রেললাইনের নিচে পড়ে যায়। এতে দুই অটোরিক্সার ৭ জন যাত্রী আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।