Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁয় সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই মেলার আয়োজন করে। গতকাল বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের বাস ভবন থেকে এ উপলক্ষে এক বর্নাঢ়্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নওযোয়ান মাঠে মেলা স্থলে ্এসে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক, জেলার বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তানজিদা পারভীন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং নার্সারী মালিক মোস্তাক আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন। জেলা সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বেসরকারী উন্নয়ন সংগঠনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই র‌্যালীতে অংশ গ্রহন করেন। পরে বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামজিক সংগঠনসমুহের মধ্যে বিনামুল্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়। কৃষি সম্প্রসারন অধিদsপ্তর, বন বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্ত্তৃপক্ষসহ প্রায় ৫০টি ষ্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ