চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
আল কোরআন
(তোমরা মুনাফিকরা) ঠিক তাদেরই মতো, যারা তোমাদের আগে পৃথিবীতে (প্রতিষ্ঠিত) ছিল, তারা শক্তিতে ছিলো তোমাদের চাইতে প্রবল, ধন-সম্পদ, সন্তানসন্তুতি তাদের তোমাদের চাইতে ছিলো বেশি; দুনিয়ার যে ভোগ-বিলাস তাদের ভাগে ছিলো তা তারা ভোগ করে গেছে, অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরাও তা ভোগ করে (একদিন) চলে যাবে, যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিলো তা পূর্ণ করে (চলে) গেছে। তারা যেমন অর্থহীন কথাবার্তায় ডুবে থাকতো, তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো; এরা হচ্ছে সে সব লোক, দুনিয়া-আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত।-সূরা আততাওবা, আয়াত : ৬৯
আল হাদীস
ইলম হাসিলের ফজিলত
হজরত আবু দারদা (রাদি.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে পথ চলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে পরিচালিত করেন। ফিরিশতারা ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির জন্য (তার চলার পথে) নিজেদের পালক বিছিয়ে দেন। আসমান ও জমিনের সকল প্রাণী- এমনকি পানির মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। তারকারাজির উপর চাঁদের মর্যাদা যেমন, মূর্খ আবেদের উপর আলেমের মর্যাদাও তেমন। আলেমরা নবীগণের উত্তরাধিকারী। নবীগণ উত্তরাধিকার হিসেবে দিনার বা দেরহাম রেখে যাননি, রেখে গেছেন দ্বীন। সুতরাং যে ইলম হাসিল করেছে সে (উত্তরাধিকারের) পূর্ণ অংশ লাভ করেছে। -তিরমিজি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।