মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মধ্যে দ্বিতীয় বৈঠকের রহস্যোন্মোচন হলো অবশেষে। গত মঙ্গলবার হোয়াইট হাউস স্বীকার করেছে, চলতি মাসের শুরুর দিকে জার্মানিতে জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের নৈশভোজের সময় ট্রাম্প ও পুতিনের মধ্যে কথা হয়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, পুতিনের পাশে নৈশভোজে অংশ নিয়েছেন হাস্যোজ্জ্বল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডিনার শেষে তাদের কাছে যান ট্রাম্প এবং পুতিনের সঙ্গে আলাপ-আলোচনা করেন। এ বিষয়টি এর আগে প্রকাশ করা হয়নি। ট্রাম্পের দাবি, বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের উদ্দেশ্যে দেওয়া জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের নৈশভোজের নিমন্ত্রণে অংশগ্রহণ করেছিলেন তারা। গণমাধ্যম এ তথ্য জানে। ফলে পুতিনের সঙ্গে গোপনে নৈশভোজ করার খবর ভুয়া। তবে হোয়াইট হাউস কর্মকর্তাদের দাবি, এটি ছিল দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন, বৈঠক নয়। তবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পই দুইবার বৈঠকের তথ্য উড়িয়ে দেন। নৈশভোজে তাদের মধ্যে গোপন বৈঠকের বিষয়ে কথা উঠলে, ট্রাম্প একে ভুয়া খবর বলে উল্লেখ করেন। খবরে বলা হয়, জার্মানিতে জি-২০ শীর্ষ সম্মেলনে দু’দফা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। প্রথম বৈঠকটির কথা প্রকাশ করা হলেও দ্বিতীয় বৈঠকের কথা সে সময় প্রকাশ করা হয়নি। পরে তা যুক্তরাষ্ট্রের মিডিয়ার খবরে প্রকাশ পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। ওদিকে একে ঘণ্টাব্যাপী গোপন বৈঠক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বলা হচ্ছে, এ বৈঠকের মাধ্যমে জাতীয় নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করা হয়েছে। এতে বলা হয়েছে, আনুষ্ঠানিক বৈঠকের পরে তাদের মধ্যে ওই আলোচনা হয়। তবে সে সময় তারা কি নিয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত জানায় নি হোয়াইট হাউজ। তবে গোপন নৈশভোজ-এর খবরকে ফেক নিউজ বা ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিপোর্টে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে ট্রাম্প-পুতিনের মধ্যে দ্বিতীয় দফার ওই বৈঠক হয়েছে হামবুর্গে। জি-২০ সম্মেলেনে যোগ দেয়া রাষ্ট্রপ্রধানরা যখন প্রাইভেটভাবে খাবার খাচ্ছিলেন তখনই অনুষ্ঠিত হয় ওই বৈঠক। তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার পক্ষে ছিলেন একা। অন্যদিকে পুতিনের সঙ্গে একজন কর্মকর্তা ছিলেন। তিনি পুতিনের দোভাষী হিসেবে কাজ করেছেন। রয়টার্স, বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।