পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোটার : ডিসেম্বরের শেষ সপ্তাহে রংপুর সিটি করর্পোরেশনে (রসিক) নির্বাচন দেয়ার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হবে। কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ইনকিলাবকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রাথমিকভাবে একটি খসড়া তৈরি করা হয়েছে। আগামী কল কমিশন বৈঠকে প্রস্তাবনাটি উত্থাপন করা হবে। প্রস্তাবিত খসড়া অনুযায়ী রংপুর সিটি করর্পোরেশন নির্বাচন ডিসেম্বরে শেষ সপ্তাহে করার পরিকল্পনা করছে ইসি। রংপুর ছাড়াও আগামী বছর আরো পাঁচটি (রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর) সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। আগের মতো এবারও চার সিটিতে (রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট) একই সঙ্গে নির্বাচন করতে চায় ইসি।
রংপুর সিটিতে ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর। চার সিটিতে (রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট) ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন এবং গাজীপুর সিটিতে ভোট হয়েছিল একই বছরের ৬ জুলাই। নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশনে শপথ নেওয়ার পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর এর মেয়াদ থাকে। আর এই মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুরে ২০ অক্টবর ২০১৭ হতে ১৮ মার্চ ২০১৮ সালের মধ্যে নির্বাচন করতে হবে। গাজীপুর সিটিতে ৮ মার্চ ২০১৮ হতে ৪ সেপ্টেম্বর ২০১৮, রাজশাহী সিটিতে ৯ এপ্রিল ২০১৮ হতে ১০ অক্টবর ২০১৮, বরিশাল সিটিতে ২৭ এপ্রিল ২০১৮ হতে ২৩ অক্টোবর ২০১৮, খুলনা সিটিতে ৩০ মার্চ ২০১৮ থেকে ২৫ সেপ্টেম্বর ২০১৮ এবং সিলেট সিটিতে ১৩ মার্চ ২০১৮ হতে ৮ সেপ্টেম্বর ২০১৮ এর মধ্যে নির্বাচন দিতে হবে।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনে ৩৩টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ১১টি। সম্ভব্য ভোটকেন্দ্র ১৮২টি এবং সম্ভাব্য ভোটকক্ষ থাকছে ১২০০টি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।