Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথম লেগে ভক্তদের মনে রীতিমতো শঙ্কা ঢুকিয়ে দিয়েছিল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ড্র করেছিল তারা। এরপর টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকায় শঙ্কার পালে মৃদু হাওয়াও লাগছিল। কিন্তু দ্বিতীয় লেগের খেলায় সেই শঙ্কা উড়িয়ে হাল সিটিকে ৪-০ গোলে হারিয়ে আসরের কোয়র্টার ফাইনালে পৌঁছেছে ‘গানার’ খ্যাত দলটি। পরশু রাতে হাল সিটির মাঠে দুটি করে গোল করেন অলিভিয়ে জিরুদ ও থিও ওয়ালকট।
অথচ ম্যাচ শেষে জয়ের প্রসংগ না এসে ওয়েঙ্গারের কন্ঠে দলের চোট সমস্যার কথা! খর্বশক্তির দলের বিপক্ষে জয়টা না হয় পওনাই ছিল। কিন্তু এজন্য যে তাকে হারাতে হয়েছে দলের দু’জন সেন্টার-ব্যাককে। ওয়েঙ্গার বলেনÑ ‘আমরা দুই জন সেন্টার-ব্যাককে হারিয়েছি যা আমাদের জন্য বড় একটা আঘাত। এরপর হারালাম অ্যারোন রামসিকে।’ আগামী হপ্তায় ওয়াটফোর্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ আর্সেনালের। একই সপ্তায় চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। ওয়েঙ্গারের কপালে ভাজ পড়াই তো স্বাভাবিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ