Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ধর্মশালা (ভারত) থেকে : টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় নিñিদ্র নিরাপত্তার অভাব। এ কারণ দেখিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)  কাছে বিকল্প ভেন্যুর প্রস্তাব রেখেছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে বিসিসিআই পাকিস্তান-ভারত ম্যাচটি বিকল্প ভেন্যুতে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই ধর্মশালায় হচ্ছে না পাক-ভারত ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের শীর্ষ পত্রিকা ডন। তারা জানায়, নিরাপত্তা ইস্যুতে ধর্মশালায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়ায় পিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য বিসিসিআই জানিয়েছিল। পিসিবি কলকাতার ইডেন গার্ডেনসের কথা প্রস্তাব করলে সেটি মেনে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। পিসিবির এক কর্মকর্তা ডনকে বলেন, ‘১৯ মার্চ পাকিস্তান-ভারত ম্যাচটি ধর্মশালায় হচ্ছে না এটা নিশ্চিত। অন্য ভেন্যুতে ম্যাচটি স্থানান্তর করা হচ্ছে।’
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের খবর হচ্ছে, পাক-ভারত ম্যাচটির সম্ভাব্য ভেন্যু হিসেবে ইডেন গার্ডেনসের নাম প্রস্তাব করেছে বিসিসিআই। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ বলছে, ম্যাচটির ভেন্যু হতে যাচ্ছে কলকাতার ইডেন গার্ডেনস। অবশেষে সে বিষয়টিই নিশ্চিত করল আইসিসি। এর ফলে আপাতত ম্যাচটি ঘিরে যে শঙ্কা জেগেছিল তা কেটে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ