নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ-হল্যান্ড, ধর্মশালা (ভারত)
টস : হল্যান্ড (ফিল্ড)
বাংলাদেশ ইনিংস রান বল ৪ ৬
তামিম (অপরাজিত) ৮৩ ৫৮ ৬ ৩
সৌম্য ক বরেসি ব মেকারেন ১৫ ১৩ ২ ০
সাব্বির এলবিডব্লিউ ব মারওয়ে ১৫ ১৫ ১ ১
সাকিব ক মাইব্রো ব বরেন ৫ ৭ ০ ০
মাহমুদুল্লাহ ব গুগটেন ১০ ৯ ১ ০
মুশফিকুর ব গুগটেন ০ ২ ০ ০
নাসির ক বুখারি ব মেকারেন ৩ ৭ ০ ০
মাশরাফি ব টম কুপার ব গুগটেন ৭ ৫ ০ ১
আরাফাত (অপরাজিত) ৮ ৪ ০ ১
অতিরিক্ত (লেবা ৪, ও ৩) ৭
মোট (৭ উইকেট; ২০ ওভার) ১৫৩ রান
উইকেট পতন : ১-১৮(সৌম্য), ২-৬০(সাব্বির), ৩-৭৮(সাকিব), ৪-১১১(মাহমুদুল্লাহ), ৫-১১২(মুশফিকুর), ৬-১২৭(নাসির), ৭-১৩৭(মাশরাফি)।
বোলিং : বুখারি ৪-০-৩১-০, গুগটেন ৪-০-২১-৩, মেকারেন ৪-০-১৭-২, মারওয়ে ৩-০-২৮-১, ভন বেক ৪-০-৪৩-০, বোরেন ১-০-৯-১।
হল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
মাইব্রো ব নাসির ২৯ ২৯ ৫ ০
বারেসি ক সাব্বির ব আল-আমিন ৯ ১১ ১ ০
বেন কুপার ব সাকিব ২০ ১৫ ৩ ০
বোরেন ক নাসির ব সাকিব ২৯ ২৮ ৩ ০
টম কুপার ক আরাফাত ব আল-আমিন
মারওয়ে ক মুশফিক ব মাশরাফি ১ ৩ ০ ০
সেলার (অপরাজিত) ৭ ৮ ১ ০
বুখারি রান আউট (মুশফিকুর/সৌম্য) ১৪ ৫ ১ ১
ভন বেক (অপরাজিত) ৪ ৩ ০ ০
অতিরিক্ত (বা ৫, লে বা ১১, ও ১) ১৭
মোট (৭ উইকেট; ২০ ওভার) ১৪৫
উইকেট পতন : ১-২১(বারেসি), ২-৫৩(মাইব্রো), ৩-৭৭(বেন কুপার), ৪-১১২(বোরেন), ৫-১১৪(মারওয়ে), ৬-১২১(টম কুপার), ৭-১৪০(বুখারি)।
বোলিং : তাসকিন ৪-০-২১-০, আল-আমিন ৩-০-২৪-২, আরাফাত সানি ২-০-১০-০, নাসির ২-০-২৪-১, মাহমুদুল্লাহ ১-০-৮-০, মাশরাফি ৪-০-১৪-১, সাকিব ৪-০-২৮-২।
ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী।
ম্যাচ সেরা : তামিম ইকবাল (বাংলাদেশ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।