Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত তেলের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ইরানের হতাশা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেল কেনা বাবদ বকেয়া অর্থ পরিশোধে ভারত ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি জানিয়েছেন, আগের পাওনা পরিশোধে ভারত ব্যর্থ হয়েছে এবং দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের ভয়ে আতঙ্কিত। তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান যখন ইরানের সঙ্গে কাজ শুরু করেছে তখন ভারতের ব্যাংকগুলো অর্থ লেনদেনে তাদের আশংকার কথা জানাচ্ছে। ইসহাক জাহাঙ্গিরি বলেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও আমরা ভারতের কাছ থেকে পাওনা অর্থ পাই নি। ভারতের কাছে তেল বিক্রি বাবদ ইরানের পাওনা রয়েছে প্রায় ৬০০ কোটি ডলার। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত তেলের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ইরানের হতাশা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ