মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তেল আবিবে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবারের ভয়াবহ এই হামলায় এক মার্কিন পর্যটক নিহত ও ১২ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের জাফা, পেতাহ, তিকবাহ্ ও জেরুজালেমে আজকের জঘন্য হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে। ভয়াবহ এই হামলায় মার্কিন নাগরিক টেইলর অ্যারেন ফোর্স নিহত ও আরো বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছে। ২১ বছর বয়সী এক ফিলিস্তিনী এই হামলা চালিয়েছে। তার বাড়ি দখলকৃত পশ্চিত তীরে। পুলিশ জানায়, ইসরাইলের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যে স্থানটিতে বৈঠক করছিলেন তার কাছেই পুলিশের গুলিতে ওই ফিলিস্তিনি হামলাকারী নিহত হয়। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় নিহত মার্কিন নাগরিক টেইলর ফোর্সের বয়স ২৯ বছর। তার বাড়ি টেক্সাসে। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র ছিলেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।