মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনে আইফোন কেনার জন্য ১৮ দিনের মেয়েশিশুকে বিক্রি করে দিয়েছিল এক বাবা। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিশুর বাবা দুয়ানকে তিন বছরের কারাদ- দিয়েছে স্থানীয় এক আদালত। এ ঘটনায় শাস্তি দেয়া হয়েছে শিশুটির মাকেও। সম্প্রতি দক্ষিণ-পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের টংগ্যাংন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে। স্থানীয় পিপলস ডেইলি অনলাইন’র বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, অল্পবয়সে বিয়ে করেছিল দুয়ান নামের ওই চীনা তরুণ। বিয়ের কিছুদিন না যেতেই গর্ভবতী হয় তার স্ত্রী জিয়াও মেই। তখন তাদের দু’জনেরই বয়স মাত্র ১৯। যথারীতি শিশুটির জন্ম হয়। এরপরই তাকে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করে দুয়ান ও তার স্ত্রী। চীনা সামাজিক মাধ্যম কিউকিউ’তে এক ক্রেতাও জুটে যায় দুয়ানের। ওই ব্যক্তির হাতেই নিজের ১৮ দিনের মেয়েকে তুলে দেয় সে। বিনিময়ে আড়াই হাজার ইউরো পকেটস্থ করে দুয়ান। এ দিয়ে একটি আইফোন ও মোটরবাইক কেনার খায়েশ ছিল ওই তরুণের। কিন্তু ঘটনা জানাজানি হওয়ায় তার সে পরিকল্পনা ভেস্তে গেছে। এ সম্পর্কে তার স্ত্রী জিয়াও মেই সাংবাদিকদের জানায়, তার রোজগারেই সংসার চলত। ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।