বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আবুল হাসেম, বরুড়া (কুমিল্লা) থেকে : সময় এখন আমাদের, এখনি সময় আমাদের এগিয়ে যাওয়ার। আগামী একাদশ জাতীয় নিবার্চন শেখ হাসিনার অধীনে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এখন অনেক উপরে, আগামী ৬ মাসের মাঝে বরুড়া উপজেলায় বিদ্যুতের কাজ সম্পন্ন, বরুড়া বাজারের উপর দিয়ে ওভারব্রীজ, ২৫/৩০ কোটি টাকা দিয়ে বরুড়া ২৫টি রাস্তা, বরুড়া পৌরসভার জন্য ১০/১২ কোটি টাকা অতিরিক্ত বরাদ্ধ, একটি মিনি ষ্টেডিয়াম করা হবে। বাংলাদেশের উন্নয়নে একযোগে সকলে কাজ করাসহ, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এখন থেকে পোস্টার বেনারে প্রধানমন্ত্রীর ছবি ছাড়া কোন নেতার ছবি হবেনা। দলকে এগিয়ে নেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমরা ঐক্যবদ্ধ থাকবো। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবে তাকে আমরা ভোট দেবো। গতকাল বরুড়া উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বিশাল জনসভায় পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বরুড়া উপজেলা আ’লীগের আহŸায়ক সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল)’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেল মন্ত্রী মুজিবুল হক।
অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল আবু তাহের, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান, পৌর আ’লীগের সভাপতি আবদুর রশিদ, পৌর যুবলীগের আহবায়ক শাহিনুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বক্তার হোসেন। বিশেষ অতিথি রেল মন্ত্রী বলেন, বরুড়া মানুষের জন্য আমার দরজা খোলা, কিছু কিছু প্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, এটা উপজেলা প্রশাসন দেখবেন। এ সরকারের আমলে বিধবা, মুক্তিযোদ্ধা, বয়স্ক ভাতা চালু করা হয়েছে। একটি বাড়ি একটি খামার, কমিউনিটি ক্লিনিক, তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। আপনাদের চাকরীর মেয়াদ বৃদ্ধি করেছে। ২৬ হাজার ১৯৩টি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করা হয়েছে। এক লক্ষ পাচঁ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। এদিকে সকাল ১১ টার সময় বরুড়া উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলার সরকারি/বেসরকারি ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ লুৎফুন নাহার নাজীমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।