Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চালুর ৩৪ ঘণ্টা পর বন্ধ সিইউএফএল

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর উৎপাদন শুরুর ৩৪ ঘণ্টার মাথায় আবারও বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ব সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সার উৎপাদন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কারখানাটির মেরামত কাজ সম্পন্ন করে গত মঙ্গলবার রাত সোয়া ১১টায় কারখানাটি চালু করা হয়। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টা ২০ মিনিটে আবারও রিঅ্যাক্টর লিকেজ ধরা পড়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানাটির। তবে অ্যামোনিয়া উৎপাদন অব্যাহত রয়েছে বলে কারখানার একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সিইউএফএল সূত্র জানায়, ২০১৫ সালের ৩১ জানুয়ারি থেকে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রæটির কারণে কারখানাটি টানা ৮৮৪ দিন বা প্রায় আড়াই বছর বন্ধ থাকে। এরইমধ্যে বিসিআইসির মাধ্যমে ইতালিয়ান এক্সপার্ট দ্বারা প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দুই দুইবার কারখানাটির মেরামত কাজ সম্পন্ন করা হয়। সর্বশেষ গ্যাস সরবরাহ পেয়ে মঙ্গলবার রাতে কারখানাটি চালু করে সিইউএফএল কর্তৃপক্ষ। কিন্তু কারখানাটি চালুর ৩৪ ঘণ্টা পর ঘুরে ফিরে সেই একই সমস্যা রিঅ্যাক্টর লিকেজ ধরা পড়ায় বন্ধ হয়ে যায় সার উৎপাদন। এতে করে কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে আবারও অসন্তোষ দেখা দিয়েছে।
তাছাড়া বৃহৎ এ সার কারখানার মেরামত কাজে সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের ব্যাপক অনিয়ম, দুর্নীতি, গোজামিলের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের ভুইয়া কারখানার ইউরিয়া প্লান্টে কাজের ব্যস্ততা দেখিয়ে কথা বলতে রাজি হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্নীতি

১ ফেব্রুয়ারি, ২০২৩
৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ