Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে বেকারত্ব আরো বাড়বে

বেকারদের তিন-চতুর্থাংশের বাস দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাহারায় : আইএলও

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অর্থনীতির প্রবৃদ্ধিতে শ্লথ গতি এবং বৈষম্যের বিস্তার আসছে বছরগুলোতে বিশ্বে বেকারত্ব আরও বাড়াবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও। জাতিসংঘ সংস্থাটি বলেছে, ২০১৯ সাল  নাগাদ বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা দাঁড়াবে ২১ কোটি ২০ লাখে।  এই সংখ্যা বর্তমানে ২০ কোটি ১ লাখ। গত বুধবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড এনপ্লয়মেন্ট অ্যান্ড সোসাল আউটলুক- ট্রেন্ড’ প্রতিবেদনে কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে এই আভাস দেয় আইএলও। সংস্থার মহাপরিচালক গাই রাইডার বলেন, ২০০৮ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দাবস্থা শুরুর পর ৬ কোটি চাকরি হারিয়ে গেছে। আমাদের প্রক্ষেপণ বলছে, একই দশকে শেষ নাগাদ এই ধারা চলতে থাকবে। তার মানে আমাদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। আইএলওর পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র ও জাপানে কর্মসংস্থান বাড়লেও বড় দুই অর্থনীতির অন্য দেশ বিশেষ করে ইউরোপের দেশগুলো এখনও সঙ্কটে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বেকার মানুষের তিন-চতুর্থাংশের বাস দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সাহারা অঞ্চলে।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বেকারত্বের হার আগামী বছরগুলোতে ধীরে হলেও কমবে বলে এতে আভাস মিলেছে। তেলের অব্যাহত দরপতনের ফলে আসছে দিনগুলোতে আরব অঞ্চলে সঙ্কট দেখা দিতে পারে আভাস দিয়েছে সংস্থাটি। উন্নয়নশীল দেশগুলোতে কর্মজীবী মানুষের ৩৪ শতাংশ মধ্যবিত্ত শ্রেণী থেকে আসা বলে উল্লেখ করা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাইডার বলেন, এটা সুখের কথা যে ঝুঁকিপূর্ণ শ্রম এবং দারিদ্র্যসীমা নিচে থাকা চাকরিজীবী মানুষের সংখ্যা কমেছে। তবে এখনও অর্ধেকের বেশি মানুষের নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক চাহিদা এখনও পূরণ হয়নি, যা মেনে নেয়ার নয়। আর নারীদের ক্ষেত্রে এটা আরও ভয়াবহ। আইএলও বলছে, আসছে বছরগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বাসস্থান ও রেস্তোরাঁ খাতে। সেবা খাতে গত বছরগুলোতে কর্মসংস্থান বাড়লেও তা ধীরে ধীরে কমতে থাকবে। বিশ্বে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত এখনও কৃষি। এই খাতে কর্মসংস্থান আগের মতোই থাকবে বলে আভাস আইএলওর। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বে বেকারত্ব আরো বাড়বে

২২ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ