Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ডেস্পিকেবল মি থ্রি

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

পিয়েরে কফিন এবং কাইল ব্যাল্ডা পরিচালিত এনিমেটেড ফিল্ম ‘ডেস্পিকেবল মি থ্রি’। কফিন এর আগের দুটি পর্ব এবং ব্যাল্ডার সঙ্গে ‘লোর‌্যাক্স’ পরিচালনা করেছেন।
গ্রু তার মায়ের কাছ থেকে জানতে পারে তার এক যমজ ভাই আছে যার নাম ড্রু এবং দুজনের কখনও দেখা হয়নি। তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর ড্রু বাবার কাছে রয়ে যায়। শেষ পর্যন্ত গ্রু আর ড্রু’র (ভয়েস : স্টিভ ক্যারেল) দেখা হয়। এদিকে ৮০ দশকের শিশু তারকা বালথাযার ব্র্যাট (ভয়েস : ট্রে পার্কার) তার টিভি অনুষ্ঠান আকস্মিকভাবে বন্ধ করে দেয়ার পর থেকেই ক্ষুব্ধ হয়ে আছে। তার ধারণা তার প্রতি অবিচার করা হয়েছে। এই অবিচারের প্রতিশোধ নেয়ার জন্য সে এক বিশাল পরিকল্পনা করে। তাকে রোখার জন্য গ্রু, ড্রু আর গ্রুর স্ত্রী লুসি (ক্রিস্টেন উইগ) দল বাঁধে।
হলিউড শীর্ষ পাঁচ
১। ডেস্পিকেবল মি থ্রি
২। বেবি ড্রাইভার
৩। ওয়ান্ডার উওম্যান
৪। ট্রান্সফর্মার্স : দ্য লাস্ট নাইট
৫। র্কাস থ্রি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেস্পিকেবল মি থ্রি

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ