Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনন্দিন জীবনে ইসলাম

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

প্র:- এক রাকাতে বিভিন্ন জায়গা হতে কোন সূরার অংশ পড়া কেমন?
উ:- এক রাকাতে একটি পূর্ণ সূরা পাঠ করা উত্তম। তবে বড় সূরার অংশবিশেষ পড়ে নামায আদায় করলেও কোন ক্ষতি নেই।
প্র:- তারাবীহর নামায জামাআতে পড়া কি?
উ:- সুন্নতে কিফায়াহ।
প্র:- রমযানের বিত্র নামায জামাআতে পড়া কি?
উ:- মুস্তাহাব।
প্র:- চন্দ্র ও সূর্যগ্রহণের সময় নামায পড়া কি?
উ:- সুন্নত।
প্র:- কাদের পিছনে জামাআত পড়লে জায়েয হবে না?
উ:- ১. পাগল ২. জ্ঞানহীন ৩. নাবালক ৪. মহিলা ৫. নপুংসক ৬. মা‘যুর ৭. মাসবূক ৮. লাহেক ৯. বিদআতি যথা- রাফেজী, কাদরী, জাহমী, শিয়া ও কবর পূজারী।
প্র:- কার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী?
উ:- ফাসেকÑ যে প্রকাশ্যে কবীরাহ গোনায় লিপ্ত।
প্র:- যে মসজিদে একবার আযান দিয়ে জামাআত হয়ে গেছে; সেখানে দ্বিতীয় বার জামাআত পড়া যাবে কি?
উ:- যদি মসজিদটি কোন মহল্লার হয় এবং নির্দিষ্ট ইমাম, মুআয্যিন ও মুসল্লী থেকে থাকে, তাহলে মিহরাব থেকে দূরে আযান ছাড়া দ্বিতীয় বার জামাআত পড়া যাবে। আর যদি মসজিদে নির্দিষ্ট ইমাম-মুআয্যিন না থাকে তাহলে আযান দিয়ে দ্বিতীয়বার জামাআত পড়াতে কোন অসুবিধা নেই। (আলমগীরী, শামী)
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ