Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে সমালোচনা

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী গিলার্ডসহ অনেকেরই প্রশ্ন

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডসহ আরো অনেকেই ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্নটা তুলছেন। সরাসরি অসুস্থ না বললেও গিলার্ডের মতে, ট্রাম্প যা টুইটারে করছেন, সেটা চালাতে থাকলে আরো বেশি করে মানুষ তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেন। টুইটারে ট্রাম্পের অস্বাভাবিক আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রেও অনেকে প্রশ্ন তুলেছেন। এমনকি, গত সোমবার ইয়েল বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে ট্রাম্প সম্পর্কে ৩৫ জন মনোবিদ সিদ্ধান্তে এসেছেন, ট্রাম্পের ভয়াবহ রকমের মানসিক অসুস্থতা রয়েছে... মারাত্মক পর্যায়ের নার্সিসিস্ট ও সমাজবিরোধী ব্যক্তিত্ব। এই সিদ্ধান্তে আসার পর জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রধান উপদেষ্টা জন গার্টনার বলেন, সমাজের প্রতি আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আমরা জনসাধারণকে জানাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প মারাত্মক মানসিক রোগী। তিনি নিজের সম্পর্কে সব সময় অতি উচ্চ ধারণা পোষণ করেন, মিথ্যা কথা বলেন, এ সব কোনো সুস্থ মানুষ বলতে পারেন না। স¤প্রতি জেমি রাসকিন নামে এক ডেমোক্র্যাট প্রতিনিধি এমন একটি বিলও প্রস্তাব করেছেন, যা পাস হলে ট্রাম্পের মানসিক সুস্থতা পরীক্ষার জন্য তার শারীরিক ও মনস্তাত্তি¡ক অবস্থা খতিয়ে দেখবে ১১ সদস্যের একটি প্যানেল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ