Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের ট্রলিব্যাগ অবশেষে হাবের কাঁধে

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মানসম্পন্ন ব্যাগ ক্রয়ে সংসদীয় স্থায়ী কমিটি’র তাগিদ
স্টাফ রিপোর্টার : অবশেষে প্রায় এক লাখ তেইশ হাজার হজযাত্রী’র ট্রলিব্যাগ ক্রয়ের দায়িত্ব হাবের কাঁধে অর্পিত হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতি (২০১৭)-এর ৭(৪)-এর আলোকে হাব কর্র্তৃপক্ষ জাতীয় পতাকা খচিত, একাই রং ও একই আয়াতনের মান সম্পন্ন ট্রলিব্যাগ ক্রয় করে হজযাত্রীদের মাঝে বিতরণ নিশ্চিত করবে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের দপ্তরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হজ ব্যবস্থাপনা তদারকি কমিটি’র সভাপতি আলহাজ বজলুল হক হারুন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই দিক নিদের্শনা দেয়া হয়েছে।
হাব নেতৃবৃন্দ নির্বাচনী প্রতিশ্রæত অনুযায়ী হজযাত্রীদের ট্রলিব্যাগ ক্রয়ের দায়িত্ব না নেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়ে স্ব স্ব এজেন্সি’র অনুকূলে ব্যাগের টাকা ফেরত দেয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্ত মন্ত্রণালয় এতে সম্মত হয়নি। গতকালের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য এ এক এম এ আউয়াল (সাইদুর রহমান) এমপি, স্থায়ী কমিটি’র সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল জলিল, যুগ্ন সচিব হাফিজ উদ্দিন, পরিচালক হজ সাইফুল ইসলাম, হাবের পক্ষে উপস্থিত ছিলেন, হাবের সহ-সভাপতি আব্দুস সালাম আরেফ, হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম, হাবের ইসি’র অন্যতম সদস্য আলহাজ ড. এডভোকেট আব্দুল্লাহ আল-নাসের, বীরমুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম, ওয়াহিদুল আলম, আব্দুল হামিদ, লায়ন সোলায়মান ও ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) মো: শরাফত জামান।
আলহাজ বজলুল হক হারুন এমপি বলেন, আগামী ২৪ জুলাই বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ জুলাই অথবা ২৩ জুলাই হাজী ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। এ জন্য সকল প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রæত সম্পন্ন করতে হবে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম নিয়ে কোনো প্রকার ঢিলেমী ও গাফলতি সহ্য করা হবে না। তিনি বলেন, তদারকি কমিটি’র অনুমোদন নিয়ে মানসম্পন্ন ট্রলিব্যাগ ক্রয় করতে হবে। হজযাত্রীদের ট্রলিব্যাগ ক্রয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। হজযাত্রীদের মুয়াল্লেম ফি’র অর্থ বেসরকারী হজ এজেন্সিগুলোর একাউন্টে স্থানান্তরের বিশ দিন অহেতুক বিলম্ব করায় বৈঠকে সংসদীয় কমিটি’র নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ধর্ম মন্ত্রণালয়ের যে সব কর্মকর্তাদের গাফলতি ও উদাসিনতার দরুণ মুয়াল্লেম ফি স্থানান্তরনে বিলম্ব হচ্ছে তা’ খতিয়ে দেখার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান গত ১৩ জুন মুয়াল্লেম ফি’র অর্থ ফেরতের ফাইল তার স্বাক্ষরের পর বিশ দিনেও কোন কর্মকর্তার গাফলতির দরুন মুয়াল্লেম ফি’র ২০ হাজার ৩শ’ টাকা স্ব স্ব হজ এজেন্সি’র একাউন্টে হস্তান্তরে বিলম্ব হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন। সভা থেকে তাৎক্ষণিকভাবে হাবের অন্যতম ইসি সদস্য আলহাজ ড. এডভোকেট আব্দুল্লাহ আল নাসের ও ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) শরাফত জামানকে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠিয়ে আজকের মধ্যে সকল মুয়াল্লেম ফি’র অর্থ এজেন্সি’র একাউন্টে স্থানান্তর নিশ্চিতকরণে নিদের্শ দেয়া হয়। এর আগে হাবে মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম তার স্বাগত বক্তব্যে বলেন, হজযাত্রীদের ট্রলিব্যাগ নিয়ে ইতিপূর্বে নানা অনিয়ম হয়েছে। হাবের বর্তমান কমিটি হাবকে দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ, জবাবদিহি ও সেবামূলক প্রতিষ্ঠানে গড়ে তুলতে প্রতিশ্রæতিবদ্ধ। হাব মহাসচিব সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে যেকোনো সিদ্ধান্ত অতিদ্রæত নেয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধ জানান। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার কার্যক্রম একটি স্পর্শকাতর বিষয় । এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের টেবিলে টেবিলে যে কোনো ফাইল সপ্তাহের পর সপ্তাহ পড়ে থাকলে হজ ব্যবস্থাপনা ভেঙ্গে পড়বে। এ জন্য দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে। বেসরকারী হজযাত্রীদের মুয়াল্লেম ফি’র অর্থ স্ব স্ব এজেন্সি’র একাউন্টে স্থানান্তরের কতিপয় কর্মকর্তার চরম গাফলতি ও উদাসিনতার জন্য চরম ক্ষোভ প্রকাশ করেন। পরে হাব নেতা আলহাজ ড. আব্দুল্লাহ আল নাসের ও ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) শরাফত জামান সোনালী ব্যাংকের ডিএমডি’র সাথে তার দপ্তরে সাক্ষাত করে আজকের মধ্যে মুয়াল্লেম ফি’র অর্থ স্ব স্ব হজ এজেন্সি’র একাউন্টে হস্তান্তরের অনুরোধ জানান। ব্যাংকের ডিএমডি আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল এজেন্সিকে মুয়াল্লেম ফি’র পুরো অর্থ পে-অর্ডারের মাধ্যমে পরিশোধের নিদের্শ দেন।
উল্লেখ, গতকাল পর্যন্ত সোনালী ব্যাংক একজন হজ এজেন্সিকেও মুয়াল্লেম ফি’র অর্থ ফেরত দিতে পারেনি । মুয়াল্লেম ফি ফেরত না পাওয়ায় আইবিএএন-এর মাধ্যমে সউদী আরবে এসব অর্থ পাঠাতে না পারায় হজযাত্রীদের বাড়ী ভাড়া করতে মক্কা-মদিনায় যেতে পারছে না হজ এজেন্সি’র সংশ্লিষ্ট মুনাজ্জেমরা। এ ব্যাপারে গতকালও দৈনিক ইনকিলাবে খবর প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ