Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অঘটন ঘটাতে চায় নেদারল্যান্ডস

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ধর্মশালা (ভারত থেকে) : জয় পরাজয়ের প্রশ্নে সম্ভবনা যত কমই থাকুক না কেন জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে সবাই। ব্যাতিক্রম নয় ডাচ অধিনায়ক পিটার বোরেনও। আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট মানছে ডাচরা। তবে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দিতে চান বলেও ঘোষণা দিয়েছেন ডাচ কোচ। গতকাল সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন বলেনÑ ‘এটা নিশ্চিত যে এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট। তবে আমরা তাদের আপসেট করে ইতিহাস গড়তে চাই।’ সেটা যদি ঘটায়ও ডাচরা তবে খুব বেশি অবাক হওয়ার থাকবে না। এর আগে দুইবার ইংল্যান্ডকে হারিয়েছে তারা। ক্রিকেটে বিখ্যাত দল না হলেও একবারে ফেলনাও না। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের পর স্কটল্যান্ড এবং এরপরই নেদারল্যান্ডস। বেশ কয়েকজন ভাল মানের অলরাউন্ডার আছে দলে। তাদের পেস বোলিংও সমীহ করার মতই। কন্ডিশনও তাদের পক্ষে। আর এটা কাজে লাগিয়ে যে কোনও সময় অঘটন ঘটিয়ে দিতে পারে তারা। এর আগে দু’বার মুখোমুখি হয়েছিল দু’দল। ২০১২ সালের ঢাকায় দুই ম্যাচের সিরিজটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সেই হিসেবে বাংলাদেশের হারানোর অভিজ্ঞতাও আছে ডাচ দলটির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঘটন ঘটাতে চায় নেদারল্যান্ডস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ