Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজকে নিয়ে শঙ্কা থেকেই গেল

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ধর্মশালা (ভারত) থেকে : চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়তে হয়েছিল। সেই ‘সাইড স্ট্রেইন’ নামের চোট এখনো পিছু ছাড়েনি মুস্তাফিজুর রহমানকে। গতকাল নেটে যখন বাকি বোলাররা যখন বোলিং করছেন, মুস্তাফিজ তখন একটা বল হাত নিয়ে দূর থেকে তা দেখছেন। অবশ্য রানিং-স্ট্রেচিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এরপর ফিজিও আর ট্রেনারের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন। আনুষ্ঠানিকভাবে অবশ্য কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশ দলের নেট অনুশীলন থেকে বোঝায় যায় আজকের ম্যাচে খেলছেন না কাটার মাষ্টার। এমনকি প্রথম পর্বের পরো খেলায় মাঠের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজকে। দলনেতা মাশরাফি হয়তো কৌশলগত কারণে এড়িয়ে গেলেন এই প্রসঙ্গÑ ‘মুস্তাফিজের চোট আছে, এটা তো পরিষ্কারই। ফিজিওর সঙ্গে বসতে হবে আমাদের। ফিজিও তাকে দেখছে। এই মুহূর্তে বলতে পারছি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজকে নিয়ে শঙ্কা থেকেই গেল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ