Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোপ টেস্টে ফেঁসে গেলেন শারাপোভা

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবসে বড় একটা দুঃসংবাস শুনতে হল বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ক্রিড়াবিদ মারিয়া শারাপোভাকে। টেনিসের সাবেক নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় পেরুতে ব্যর্থ হয়েছেন। রাশিয়ান এই টেনিস সুন্দরীকে আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।
গত ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান শারাপোভা। এর পরই ডোপ পরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) শারাপোভার নমুনা পরীক্ষা করে তার শরীরে মেলডোনিয়ামের উপস্থিতির প্রমাণ পায়। গত ২ মার্চ রাশিয়ার এই টেনিস তারকার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী জানানÑ ‘অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় তার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়।’ তবে শারাপোভার দাবি, গত ১০ বছর ধরে তিনি স্বাস্থ্যগত কারণে যে ওষুধ নিয়ে আসছিলেন তাতেই নাকি এই উপাদান ছিল। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের পরবর্তী পদক্ষেপ নেয়ার আগ পর্যন্ত পাঁচবারের গ্র্যান্ড সø্যাম জয়ী শারাপোভা আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ থাকবেন। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন ট্রফি জয়ী রুশ সুন্দরী বলেনÑ ‘আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছি এবং পুরো দায় আমি নিচ্ছি।’
গত ১ জানুয়ারি মেলডোনিয়ামকে নিষিদ্ধ উপাদান হিসেবে ঘোষণা করে ওয়াডা। শারাপোভার দাবি, তাই এর আগের ১০ বছর ধরে ওষুধটি সেবন করা বৈধ ছিল। কিন্তু নিয়ম বদলানের বিষয়টি তার নাকি অজানা থেকে যায়। অবশ্য এই দায়ও তিনি স্বীকার করে নেনÑ ‘নিষিদ্ধ ড্রাগের তালিকার পরিবর্তন নিয়ে আমি ওয়াডার কাছ থেকে গত ২২ ডিসেম্বর একটা ইমেইল পেয়েছিলাম, যেখানে তালিকাটা দেখা যেতো; কিন্তু আমি ওই লিংকে ঢুকিনি।’
২০০৫ সালে প্রথম নারী টেনিসের বিশ্বসেরা হন শারাপোভা। এরপর থেকে ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মহিলা টেনিস খেলোয়াড় তিনি। আগামী এপ্রিলে ২৯ বছর পূরণ করতে যাওয়া শারাপোভা ভুল স্বীকার করে বলেনÑ ‘আমি অনেক বড় ভুল করেছি। ভক্তদের নিচে নামিয়েছি; যে খেলাটা আমি চার বছর বয়স থেকে খেলছি, যে খেলাটাকে আমি ভীষণ ভালোবাসি, সেই টেনিসকেও নিচে নামিয়েছি। জানি, এর জন্য ফল ভোগ করতে হবে; কিন্তু আমি এভাবে ক্যারিয়ার শেষ করতে চাই না। আবারও টেনিস খেলার জন্য আমি আরেকটি সুযোগ পাব আশা করছি।’
এমন দুঃসময়ে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়া শুরু করেছে স্পন্সরগুলোও। ইতোমধ্যেই ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শারাপোভার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডোপ টেস্টে ফেঁসে গেলেন শারাপোভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ