মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সউদি আরব সফর শুরু হওয়ার পরপরই ইয়েমেনের সৌদিসমর্থিত সরকারের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছে চীন। গত মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন প্রেসিডেন্ট শি সউদি আরবের বাদশা সালামন বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর গত বুধবার এক যৌথ বিবৃতিতে ইয়েমেনের অখ-তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করে দেশ দুটি। বুধবার চীনা প্রেসিডেন্টের ২ দিন ব্যাপী সৌদি সফর শেষ হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিটি প্রকাশ করেছে। এতে বলা হয়, ইয়েমেনের সকল সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক গোষ্ঠীগুলোর উচিত তাদের জাতীয় সংহতি বজায় রাখা এবং সামাজিক অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা। বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ ইয়েমেনের বৈধ সরকারের প্রতি তাদের জোরালো সমর্থনের কথা জানিয়েছে। চীনা প্রেসিডেন্টের চলতি মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পর ইরানে যাওয়ার কথা রয়েছে। এরপর চীনা প্রেসিডেন্টের মিশরে যাত্রা বিরতি করার কথা রয়েছে। গেল বছরের প্রথমদিকে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী দখল করে সৌদি আরবসমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে গৃহবন্দি করে। পরে রাজধানী থেকে পালিয়ে দক্ষিণের বন্দর শহর এডেনে আশ্রয় নেন হাদি। কিন্তু ইয়েমেনের অধিকাংশ স্থান দখল করে হুতিরা এডেন দখলের উদ্যোগ নিলে সৌদি আরবে চলে যান হাদি। প্রতিবেশী দেশ ইরানের প্রভাবে চলে যাচ্ছে এমন আশঙ্কায় শঙ্কিত সৌদি আরব উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে জোট বেঁধে হুতিদের ও তাদের মিত্র ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আল্ িআব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের ওপর বিমান হামলা শুরু করে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।