মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আধুনিক প্রেসিডেন্ট। আর এ কারণেই তিনি টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম বেশি ব্যবহার করেন। তিনি বলেন, তবে স্মরণ করে দেখুন আমি ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়েছিলাম সাক্ষাৎকার, বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। গত শনিবার একাধিক টুইটে এ কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, আমার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার প্রেসিডেন্ট সংক্রান্ত নয়Ñ এটা আধুনিক যুগের প্রেসিডেন্ট পদ্ধতি। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম বেশি ব্যবহার করতেন। প্রেসিডেন্ট হওয়ার পর তার ঘন ঘন টুইটের কারণে খোদ রিপাবলিকান দলের কয়েকজন নেতাও বিরক্তি প্রকাশ করেছেন। তবে ট্রাম্প তার টুইটারের ব্যবহার কমাননি। বরঞ্চ বিভিন্ন ইস্যুতেই প্রায় প্রতিদিনই টুইটারে তিনি মন্তব্য করেন। গত শনিবার ট্রাম্প টুইটার ব্যবহারের যুক্তি তুলে ধরতে যেয়ে ট্রাম্প বলেন, টুইটার তাকে মূল ধারার সংবাদমাধ্যমগুলোকে পাশ কাটিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দিয়েছে। মূল ধারার মার্কিন সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, এসব জালিয়াত ও প্রতারক সংবাদমাধ্যম রিপাবলিকান ও অন্যদের বোঝানোর চেষ্ট করছে যে, আমার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা উচিৎ নয়। এনবিসি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।