Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্রিটেনে বড় ধরনের হামলা চালাতে পারে আইএস

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএস ব্রিটেনে বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জাতীয় সন্ত্রাস দমন বিভাগের প্রধান মার্ক রোলে। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন,  যে কোন সময় যুক্তরাজ্য ইসলামিক স্টেটের (আইএস) বড় ধরনের হামলার মুখোমুখি হতে পারে। কারণ, পশ্চিমা জীবন ধারার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই দলটির লক্ষ্য বলে জানান তিনি। রোলে বলেন, গত কয়েক বছরে তারা (আইএস) যারা জিহাদি হতে রাজি তাদের আহ্বান জানিয়েছে পুলিশ এবং সামরিক বাহিনীর ওপর হামলা চালাতে। তবে এবার তারা পশ্চিমা জীবন ধারার ওপর হামলা চালাতে আরো বড় ধরনের ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে আমরা তাদের বড় ধরনের হামলা দেখেছি। এবার তারা পশ্চিমাদের জীবন ধারার ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। গত বছরের নভেম্বরে প্যারিসে হামলা তারই অংশ। আইএস নতুন করে আরো সদস্য সংগ্রহের জন্য কাজ করছে এবং তাদের সিরিয়াতে প্রশিক্ষণ দিয়ে ইউরোপের উত্তরাঞ্চলে হামলার জন্য পাঠাতে চেষ্টা করছে বলেও জানান তিনি। আইএস বর্তমানে যে হামলার পরিকল্পনা করছে এবং যে ধরনের নেটওয়ার্ক তৈরি করেছে তাতে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে যুক্তরাজ্যকে। দেশটিতে গত তিন বছরে সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেফতারের হার ৫৭ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত বছরে গ্রেপ্তারকৃতদের ৭৭ শতাংশই ব্রিটিশ নাগরিক, যাদের ১৪ শতাংশই নারী এবং ১৩ শতাংশের বয়স ২০ কিংবা তারও কম। নারী এবং অল্প বয়সীদের দলে ভিড়ানো আইএসের একটি নতুন কৌশল। যুক্তরাজ্যের তরুণদের আইএস থেকে ঠেকাতে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ব্যবহার শুরু করেছে পুলিশ। তারা বিভিন্নভাবে তরুণদের চরমপন্থার ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করে তুলছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনে বড় ধরনের হামলা চালাতে পারে আইএস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ